উপসর্গ

  • ক্রোনস ডিজিজে আক্রান্ত রোগী দীর্ঘমেয়াদি পেটে ব্যথা, পাতলা পায়খানা, রক্তমিশ্রিত পায়খানা, বদহজম, ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যায় ভোগেন।

  • রোগের জটিলতায় অন্ত্র সরু হয়ে গিয়ে পেট ফুলে যেতে পারে। কখনো কখনো অন্ত্র ছিদ্র হয়ে প্রচণ্ড পেটে ব্যথা ও পেট ফোলা নিয়েও রোগী চিকিৎসকের কাছে আসতে পারেন।

  • কারও কারও মলদ্বারের ফিস্টুলা ও অন্ত্রের ফিস্টুলাও হয়ে থাকে।

  • অপর দিকে আলসারেটিভ কোলাইটিসে দীর্ঘমেয়াদি রক্তমিশ্রিত পাতলা পায়খানা, তলপেটে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। তবে জটিলতা হিসেবে মলদ্বারে মারাত্মক রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া ইত্যাদি সমস্যাও হতে পারে।

  • আইবিডি রোগীদের অনেক সময় মুখ, চোখ ও চামড়ায় প্রদাহজনিত সমস্যাও হতে পারে।

রোগনির্ণয়

  • রোগের ইতিহাস, উপসর্গ ও শারীরিক পরীক্ষার পাশাপাশি কিছু ল্যাবরেটরি পরীক্ষারও প্রয়োজন হয়ে থাকে।

  • রক্ত ও মলের কিছু বিশেষ পরীক্ষার পাশাপাশি এন্ডোস্কপি, কোলনোস্কপি ও এন্টেরোস্কপি পরীক্ষা করার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে পেটের সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষা খুবই কাজে আসে।

  • ক্রোনস ডিজিজের কিছু রোগীর অন্ত্রের অপারেশন করার পর বায়োপসি পরীক্ষায় রোগ শনাক্ত হয়ে থাকে।

চিকিৎসা

  • আইবিডি রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি, বলা যায় সারা জীবনের।

  • নিয়মিত ওষুধ সেবন ও নিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি কাউন্সেলিং রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • কখনো কখনো আইবিডি রোগের চিকিৎসায় অপারেশনের প্রয়োজন হতে পারে।

  • বিশেষ কিছু ক্ষেত্রে চিকিৎসা ব্যয়বহুল হতে পারে।

ডা. মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র, লিভার ও প্যানক্রিয়াস রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
ও মিটফোর্ড হাসপাতাল