‘অ্যালার্জির কারণে বাইরে যেতে পারি না’

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের রিউম্যাটোলজি ও ইন্টারনাল মেডিসিন, অ্যালার্জি বিশেষজ্ঞ ডা. জুবায়ের আহমদ

প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। দীর্ঘদিন ধরে আমি অ্যালার্জি সমস্যায় ভুগছি। আজকাল প্রচণ্ড রোদের কারণে বাইরে যেতে পারি না। অ্যালার্জির কারণে সব সময় শরীর চুলকায়। বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছি। তবে ওষুধ খাওয়ার পরেও কোনো ধরনের উপশম হচ্ছে না। এমতাবস্থায় আমার করণীয় কী?

মুহাম্মদ হাফিজুর রহমান, ফুলবাড়ী, কুড়িগ্রাম।

উত্তর: আপনার জন্য আমার পরামর্শ, আর দেরি না করে দ্রুত অ্যালার্জি পরীক্ষা করিয়ে নিন। অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরীক্ষাটি করাবেন। অ্যালার্জি পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করবেন। এ ছাড়া যেসব খাবারে অ্যালার্জি বাড়তে পারে, সেসব খাবার এড়িয়ে চলবেন। ধুলাবালিমুক্ত পরিবেশে অবস্থান করবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।