কানপাকা রোগে করণীয়

কানপাকা আমাদের কাছে পরিচিত একটি রোগ। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা যায়। আবার শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের মধ্যে রোগটি বেশি দেখা যায়।

কানের তিনটি অংশ—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। কান দিয়ে যদি পুঁজ বা পানি পড়ে, তবে বুঝতে হবে এটি মধ্যকর্ণের রোগ। সাধারণ মানুষ একেই কানপাকা রোগ বলে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, ৬ থেকে ১২ মাস ধরে মধ্যকর্ণের একটি দীর্ঘস্থায়ী প্রদাহ, যা অক্ষত টিম্পেনিক মেমব্রেন বা ঝিল্লির প্রদাহ সৃষ্টি করে এবং এতে পরিবাহী শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। এটি দুই ধরনের: ১. ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া (কোলেস্টিয়াটোমা ছাড়া) টিউবো টেম্পানিক টাইপ এবং ২. ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া (কোলেস্টিয়াটোমাসহ) অ্যাটিকো-অ্যান্ট্রাল টাইপ।

কারণ

বারবার ওপরের শ্বাসনালির সংক্রমণ; তীব্র ওটাইটিস মিডিয়ার একাধিক পর্ব; ঘনবসতিপূর্ণ জায়গায় বসবাস; ক্রেনিও ফেসিয়াল অ্যানোমালি বা অসংগতি এবং ঠোঁট ও তালুকাটা।

ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়ার উপসর্গ

কান দিয়ে পুঁজ পড়া; বধিরতা এবং কানের পর্দায় ছিদ্র।

টিউবো টেম্পানিক টাইপ

বারবার তীব্র ওটাইটিস মিডিয়ার ইতিহাস; কানের ড্রাম ফেটে যাওয়া; বধিরতা; পুঁজ বের হতে পারে কম বা বেশি পরিমাণে; কানে শোঁ শোঁ শব্দ এবং অবস্থানগত ভার্টিগো/মাথা ঘোরানো থাকতে পারে। ব্যথা হতে পারে যদি ওটাইটিস এক্সটারনা ব্যাকটেরিয়া প্রদাহ থাকে।

রোগনির্ণয়

  • টিম্পেনিক মেমব্রেন শুষ্ক বা ভেজা এবং মাঝখানে ছিদ্র থাকে।

  • ছিদ্রের মধ্যে দেখা যেতে পারে কানের পলিপ, মধ্যকর্ণ মিউকোসা হতে পারে।

  • টিউনিং ফর্ক টেস্ট, রিনিস নেগেটিভ এবং ওয়েবার টেস্ট দিয়ে আক্রান্ত কানে কমবেশি শোনা যায় কি না, তা নির্দেশ করে। এগুলো কনডাকটিভ বধিরতা প্রকাশ করে।

চিকিৎসা

এ রোগের প্রধান চিকিৎসা কান শুষ্ক রাখা, পুনরায় সংক্রমণ প্রতিরোধ এবং অক্ষমতা কমানো। কানের পুঁজ বা বারবার পরিষ্কার করতে হবে। এ ছাড়া—

টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার, মুখে খাওয়া অ্যান্টিবায়োটিক, নাকের ড্রপ ও অ্যান্টিহিস্টামিন ওষুধ।

কানের পর্দার ছিদ্রের মাইক্রোসার্জারি এখন বাংলাদেশে নিয়মিত হয়। অপারেশন করে পর্দার ছিদ্র আধুনিক চিকিৎসাপদ্ধতিতে লাগানো হয়।

  • অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, বিভাগীয় প্রধান, ইএনটি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা