দূষিত বায়ু শিশুর কী কী ক্ষতি করে, জানেন?

শিশুর ফুসফুস জন্য দূষিত বাতাস খুবই ক্ষতিকর
ছবি: খালেদ সরকার

বিশ্বের অন্যতম দূষিত নগরীতে পরিণত হয়েছে ঢাকা। রোগ প্রতিরোধক্ষমতা কম থাকায় শিশু–কিশোরেরা দূষণজনিত বিভিন্ন রোগের ঝুঁকিতে বেশি থাকে। বর্তমানে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ অস্বাস্থ্যকর ও দূষিত বাতাসের মধ্যে বাস করে। বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু হয়, তার বেশির ভাগেরই কারণ বায়ুদূষণ।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে গাড়ি, কলকারখানার ধোঁয়ায় মাঝে মাঝে মনে হয় যেন কুয়াশার আস্তরণে শহর ঢাকা পড়েছে। বায়ুদূষণ মানে যে শুধু রাস্তার গাড়ির কালো ধোঁয়া, তা কিন্তু নয়। বরং চুলার ধোঁয়া ও পরিবারের কোনো সদস্যের ধূমপানের ফলে ঘরের ভেতরেও বাচ্চারা বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবগুলোর সম্মুখীন হচ্ছে। দূষিত বাতাসে নাইট্রোজেন ডাই–অক্সাইড, সালফার ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, আরপিএম (রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার), এসপিএম (সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার)–এ ভাসমান কণার পরিমাণ এতটাই বেশি যে শিশুর সংবেদনশীল শ্বাসতন্ত্রের ক্ষতির ঝুঁকি খুব বেড়ে যায়।

বাড়ন্ত শিশুর ফুসফুস ও স্নায়ুর বিকাশের জন্য দূষিত বাতাস খুবই ক্ষতিকর। ফুসফুসের মধ্যে থাকা সারফেকট্যান্ট নামের তরল পদার্থ ফুসফুসের দুটি অংশকে একসঙ্গে আটকে যেতে বা সংকুচিত হয়ে যেতে বাধা দেয়। সারফেকট্যান্ট না থাকলে শ্বাসকষ্ট হবে। দূষিত বায়ু ফুসফুসের এই তরল পদার্থ নষ্ট করে ফেলে।

শিশু বেড়ে উঠুক দূষণমুক্ত পরিবেশে
ছবি: সুমন ইউসুফ

এ ছাড়া শিশুদের ফুসফুস নাজুক হওয়ায় এবং প্রতিরোধক্ষমতা কম থাকায় সহজেই ভাইরাস, ব্যাকটেরিয়াসহ বিভিন্ন জীবাণু আক্রান্ত করে। শিশুরা তুলনামূলকভাবে বড়দের চেয়ে বেশি দ্রুত শ্বাস নেওয়ায় তাদের ওজনের তুলনায় বেশি বাতাস গ্রহণ করে। আর দূষিত বাতাস বেশি গ্রহণ করা মানে, বেশি বেশি জীবাণু শরীরে ঢুকে পড়া।

দূষিত বাতাসে বেড়ে ওঠার কারণে শিশুরা তাৎক্ষণিক শাসতন্ত্রের প্রদাহ যেমন নিউমোনিয়া, ব্রংকিওলাইটিসে ভোগে। আবার বায়ুদূষণের কারণে অ্যাজমা, ব্রংকাইটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগেও আক্রান্ত হয়। কখনো কখনো এর প্রভাব বয়ে বেড়াতে হয় সারা জীবন। কোনো কোনো সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে।

শহরাঞ্চলের পাশাপাশি মফস্বলেও বায়ুদূষণের ফলে সৃষ্ট রোগ বেড়ে যাচ্ছে। বিশেষত শীতকালে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যার জন্য হাসপাতালে ভিড় বাড়তে থাকে।

আরও পড়ুন

কম ওজন নিয়ে সময়ের আগে জন্মানো শিশুর জন্য বায়ুদূষণ বিশেষভাবে দায়ী। দূষিত বায়ুর কারণে শিশুর বুদ্ধির বিকাশও বাধাগ্রস্ত হয়। শিশুর মধ্যে অস্থিরতা, ঘুম কম হওয়া ও খিটখিটে স্বভাব দেখা যায়। সব বয়সের শিশু, এমনকি মায়ের গর্ভে থাকা শিশুরও মস্তিষ্কের বিকাশ ব্যাহত হতে পারে, কম বুদ্ধিমত্তা নিয়ে জন্মাতে পারে সন্তান। এ ছাড়া দূষিত বায়ু দীর্ঘস্থায়ী মাথাব্যাথা, ফুসফুসের ক্যানসার, ত্বক, চোখ, হৃদ্‌যন্ত্র, কিডনি ও প্রজননক্ষমতার ক্ষতি করে।

শুধু মাস্ক ব্যবহার করে এ সমস্যা থেকে মুক্তি মিলবে না। নির্মল বাতাস পেতে সামাজিক বনায়ন বাড়াতে হবে। কেউ প্রকাশ্যে ধূমপান করলে নিষেধ করতে হবে। রোধ করতে হবে গাড়ি ও কলকারখানার ধোঁয়া।

ডা. ফারাহ দোলা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন