ত্বকের অ্যালার্জি নিয়ে বিশদ আলোচনা হলো এসকেএফ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ত্বক আলাপনের চতুর্থ পর্বে। এবারের প্রতিপাদ্য: অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা ও প্রতিকার। অতিথি হিসেবে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জুবাইদা আখতার। সঞ্চালনায় ছিলেন মীর আর্সিয়া জামান। অনুষ্ঠানটি ২৮ জুন প্রথম আলো ও এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অ্যালার্জি সম্পর্কে কথা বলেন ডা. জুবাইদা আখতার। শরীরের ভেতর কোনো নির্দিষ্ট খাবার বা বস্তুর সংস্পর্শে এলে যে উপসর্গ দেখা যায়, তা-ই অ্যালার্জি। যেমন: ত্বকে লাল লাল চাকা হয়ে যাওয়া, চুলকানি ইত্যাদি। আর যেসব বস্তুর সংস্পর্শে এগুলো হয়, তাকে অ্যালার্জেন বলে। যেমন: বিভিন্ন রকমের খাবার, ফুলের রেণু, খড়, পশুপাখির বর্জ্য ইত্যাদি।
অ্যালার্জির কারণে ত্বকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এর ভেতর সবচেয়ে বেশি হয় আর্টিকেরিয়া। এতে ত্বকে লাল লাল চাকা দেখা দেয় এবং সারা শরীর ফুলে যায়। কিছু কিছু ছোট বাচ্চার ক্ষেত্রে অল্পতেই চুলকানি দেখা যায়। এটাকে বলে অ্যাটোপিক ডার্মাটাইটিস। আরেকটি হলো অ্যালার্জিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিস। কোনো কিছুর সংস্পর্শে এলে শরীরের সেই অংশে একটা প্রদাহ হয়। বাচ্চাদের অ্যালার্জিজনিত চর্মরোগ প্রতিরোধের জন্য ছোটবেলা থেকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। গরমে সুতি এবং শীতে ফ্লানেল ও অ্যাক্রিলিকের কাপড় পরিধান করতে হবে, গা ঘষাঘষি করে গোসল করা যাবে না। গোসলের সময় সফট বেবি সোপ এবং এর আগে–পরে ময়েশ্চারাইজার বা অলিভ বা কোকোনাট অয়েল লাগিয়ে নিতে হবে। আর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে মাইল্ড স্টেরয়েড ক্রিম লাগানো যেতে পারে। বয়স্কদেরও ক্ষেত্রেও একই প্রতিরোধব্যবস্থা মেনে চলতে হবে।
ডা. জুবাইদা আখতার বলেন, অ্যালার্জির কারণ ও ধরন একেক রোগীর জন্য একেক রকম। কারও খাবারে, কারও ধুলাবালুতে, কারও আবার ঠান্ডাতে। এ ছাড়া বিভিন্ন পেটস বা পালিত পশুপাখির লোম, লালা বা বর্জ্য, ফুলের রেণু, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া, প্রসাধনী (সাবান, পারফিউম, লোশন, ক্রিম, মেকআপ), সিনথেটিক কাপড়, পোকামাকড় থেকেও এ সমস্যা হতে পারে।
অনেক সময় রোগী বুঝতে পারেন না কোন উপসর্গগুলো অ্যালার্জির, কখন চিকিৎসকের কাছে যেতে হবে। সাধারণত লাল চাকা চুলকানিকে এর উপসর্গ বলা হয়। কিন্তু অনেকে জানেন না যে ছোট ঘামাচির মতো দানা, চোখ দিয়ে পানি পড়া, লাল হওয়া, চুলকানি, অনবরত হাঁচি দেওয়া, কাশি, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, বমি, ইত্যাদিও অ্যালার্জির প্রতিক্রিয়া। অ্যালার্জিজনিত শ্বাসকষ্টের জন্য মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই হঠাৎ এমন উপসর্গ দেখা দিলে দেরি না চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অনেকে মনে করেন অ্যালার্জি ছোঁয়াচে। এ ধারণা একদম ভুল। অনেকে ভাবেন, মা–বাবার অ্যালার্জির সমস্যা থাকলে ছেলেমেয়েদের এটি হতে পারে। সব ক্ষেত্রে অ্যালার্জি জেনেটিক্যালি হয় না। কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে থাকে।
এখন প্রায় সবাই ত্বকের যত্ন নিতে বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। কিছু পণ্য আছে ত্বক ফরসা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডা. জুবাইদা আখতার জানালেন, এমন ত্বক ফরসাকারী ক্রিমে বেশ ভালো মাত্রার স্টেরয়েড থাকে। এতে উপকারের চেয়ে অপকার বেশি হয়। কোন স্কিন স্পেশালিস্ট এ ধরনের প্রোডাক্ট ব্যবহারের পরামর্শ দেবেন না কাউকে। কিন্তু মানুষ বিজ্ঞাপন দেখে বা কারও কাছ থেকে শুনে এসব মুখে লাগাচ্ছে। এতে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ত্বকে ব্রণ হচ্ছে, চামড়া পাতলা হয়ে যাচ্ছে, জ্বালাপোড়া হচ্ছে, এমনকি মেয়েদের মুখে গোঁফ-দাড়িও গজিয়ে যাচ্ছে। ত্বক ফরসাকারী ক্রিম অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে হবে। আর যাঁরা বিভিন্ন রকমের ওষুধ সেবন করেন, তাঁদের এর বদলে বেশি করে মৌসুমি ফল খেতে বলেন ডা. জুবাইদা আখতার। এর সঙ্গে খেতে হবে সুষম খাদ্য এবং প্রচুর পরিমাণে পানি।
অ্যালার্জি প্রতিরোধে সবার আগে কোন জিনিসে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়, সেটা খুঁজে বের করে তা থেকে দূরে থাকা। আর ঘরবাড়ি সব সময় পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ধুলোবালু, পোকামাকড়মুক্ত রাখতে হবে। যাঁদের ধুলোবালুতে অ্যালার্জি, তাঁদের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। পোষা প্রাণীদের পরিচর্যার সময় মাস্ক ও গ্লাভস পরে নিতে হবে।
সাধারণত অ্যালার্জি শনাক্তের জন্য ব্লাড টেস্ট করা হয়। এ ছাড়া প্যাচ টেস্ট করা হয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় নানা রকমের অ্যান্টিজেন লাগানো স্ট্রিপ লাগিয়ে দেওয়া হয়। ২৪ ঘণ্টা বা নির্দিষ্ট সময় পর ওটা তুলে ফেলতে হয়। এরপর বোঝা যায় কোন অ্যালার্জেন ক্ষতি করছে। এক ব্যক্তির অনেকগুলো জিনিসে অ্যালার্জি হতে পারে। যেগুলোয় বেশি হয়, সেগুলো এড়িয়ে চলতে হবে।
অনুষ্ঠানে অ্যালার্জির ওষুধ সম্পর্কে কথা বলেন ডা. জুবাইদা আখতার। কিছু ওষুধ আছে প্রিকশন হিসেবে দেওয়া হয়। সাধারণত মৌসুম পরিবর্তনের সময় এগুলো সেবন করতে বলেন চিকিৎসকেরা। এর ভেতর মন্টিলুকাস খুব পরিচিত ওষুধ, যা রোগীদের দীর্ঘ সময় ধরে সেবন করতে দেখা যায়। এ নিয়ে ডা. জুবাইদা আখতার বলেন, প্রিভেনটিভ হিসেবে বা একটু বিরতি দিয়ে তিন বা ছয় মাসের জন্য ওষুধটি দেওয়া হলেও দেখা যায়, পরিবেশদূষণের ফলে বা অন্য কোনো কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া বেড়ে যায়। তখন ডোজ আবার গোড়া থেকে শুরু করা লাগে। এ জন্য রোগীদের দীর্ঘক্ষণ ওষুধটি নিতে হয়।
অ্যালার্জির প্রচলিত ওষুধ অ্যান্টিহিস্টামিন। প্রথম জেনারেশনের অ্যান্টিহিস্টামিন খেলে ঘুমের প্রবণতা হয়। তবে এখন বাজারে অনেক ভালো মানের নন-সিডেটিভ অ্যান্টিহিস্টামিন (যেমন বিলটিন) পাওয়া যাচ্ছে। এগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
করোনাকালে কোভিড রোগীদের আরটিকেরিয়া, র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন (অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা ইমিউনিটি অনেক কমে গেলে), পায়ের আঙুলে ছোট ছোট লাল ঠোসা পড়ে। ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকিটা স্টেরয়েড নেওয়ার কারণে হয়। তাই এ সময় সব ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে বলেন ডা. জুবাইদা আখতার।