স্বাস্থ্য জিজ্ঞাসা
আমার বাঁ ঊরুর সামান্য অংশ কেমন যেন অনুভূতিহীন হয়ে গেছে, কী করতে পারি?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক
প্রশ্ন
আমার বাঁ ঊরুর সামান্য অংশ কেমন যেন অনুভূতিহীন হয়ে গেছে। সপ্তাহখানেক আগে এটা হুট করে হয়েছে। ম্যাসাজ করেও উপকার হচ্ছে না। আমার বয়স ৩২ বছর। কী করতে পারি?—আজীম হোসেন, ময়মনসিংহ
পরামর্শ
আপনি সম্ভবত মেরালজিয়া প্যারেসথেটিক নামক একধরনের নার্ভের রোগে ভুগছেন। ডায়াবেটিস, হরমোনের রোগ অথবা ওজন বেড়ে এই রোগ হয়। প্রয়োজনে একজন নিউরোলজি বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে এর চিকিৎসা করান।
পরামর্শ দিয়েছেন—ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, নিউরোলজি, মুগদা জেনারেল হাসপাতাল
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: proshastho@prothomalo.com
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫