এক মাসে তিনবার পিরিয়ড হয়েছে, সমাধান কী?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

আমার বয়স ২৩ বছর। গত এক মাসে তিনবার পিরিয়ড হয়েছে। এমন অনিয়মিত পিরিয়ডের সমাধান কী?—নাম প্রকাশে অনিচ্ছুক

প্রতীকী ছবিটি সংগৃহীত

পরামর্শ

আপনি বিবাহিত না অবিবাহিত, জানাননি। কেন এমন হচ্ছে, জানতে তলপেটের আলট্রাসাউন্ড এবং থাইরয়েড পরীক্ষা করে নিতে পারেন। আপাতত তিন মাস কোনো একটা জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করলে এ সমস্যা থেকে মুক্তি পাবেন।

পরামর্শ দিয়েছেন—ডা. ফারজানা শারমিন, সহকারী অধ্যাপক, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: [email protected]

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫