দুই ঊরুর পাশে অনেক চুলকানি হয়েছে, কী করব?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রশ্ন

আমার বয়স ২০ বছর। ওজন ৭৮ কেজি। দুই ঊরুর পাশে ও মধ্যে, বিশেষ করে রাতে অনেক চুলকানি হয়। ঘুম ভেঙে যায় চুলকানির কারণে। দিনে সাধারণত ৫ থেকে ৬ ঘণ্টা প্যান্ট পরে থাকতে হয়। কিন্তু আমি সব সময় পরিষ্কার থাকার চেষ্টা করি।

জুয়েল, ফরিদপুর।

পরামর্শ

এটি ছত্রাক সংক্রমণের কারণে হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। জায়গাটা শুষ্ক রাখবেন। ক্লোট্রিমাজল অয়েন্টমেন্ট বা টারবিনাফিন ক্রিম ব্যবহার করতে পারেন। ভালো না হলে চর্ম বিশেষজ্ঞ দেখাবেন।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: [email protected]

ফেসবুক পেজ: fb.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫