বিশ্ব হার্ট দিবসে এভারকেয়ারের আয়োজনে পেশেন্ট ফোরাম

বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষে সম্প্রতি পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে একটি পেশেন্ট ফোরাম আয়োজন করে।

পেশেন্ট ফোরামে সবার উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার, হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন শিশু হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন লেখক, গীতিকার ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান,  এসিক্স-এর কার্যনির্বাহী অংশীদার আফসানা আসিফ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যক্ষ ও লেখক আসরারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটির পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. সানজায় কিশানরাও পাঠারে, উপপরিচালক ডা. আরিফ মাহমুদ, চিফ মার্কেটিং অফিসার ভিনয় কাউল, বিজনেস ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক আখতার জামিলসহ অনেকে।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদ্‌রোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, এভারকেয়ার হসপিটাল ঢাকায় প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষে আমরা পেশেন্ট ফোরাম আয়োজন করেছি। শিশুদের হৃদ্‌রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদ্‌রোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য এভারকেয়ার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে আমরা প্রদান করছি সব ধরনের সেবা।

সম্প্রতি বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা শিশু হৃদ্‌রোগ সচেতনতা কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় শিশুর হৃদ্‌রোগ চিকিৎসায় এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি ডিভাইস এবং ফ্রি বেলুনের মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করার উদ্যোগ নিয়েছে হসপিটালটি।