ব্রেস্ট ক্যানসার সচেতনতায়: ফ্রেশ বাংলাদেশ গ্লানি মোছার শপথে
সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে। সারা পৃথিবীতে নারীদের ক্যানসারের মধ্যে ব্রেস্ট ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, ২০২০ সালে ২৩ লাখ নারী সারা বিশ্বে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু ৬ লাখ ৮৫ হাজার জনের।
বাংলাদেশের ক্ষেত্রেও এটি সমানভাবে বিবেচ্য। বাংলাদেশে প্রতিবছর ১৫ হাজারের বেশি মানুষের ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার পরিসংখ্যান তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে এর জটিলতা থেকে অনেকখানি মুক্ত থাকা সম্ভব। তার জন্য দরকার জনসচেতনতা। সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হলে সহজেই এই গ্লানি মুছে দিয়ে ব্রেস্ট ক্যানসার মুক্ত ফ্রেশ বাংলাদেশ নির্মাণ সম্ভব।
দেশের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তার জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ টিস্যুর উদ্যোগে কয়েক বছর ধরে দেশে ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করছে। ব্রেস্ট ক্যানসার সচেতনতায় রাজধানীতে পিংক ইলুমিনেশন, দেশজুড়ে স্ক্রিনিং ও কনসালটেন্সির সুযোগসংবলিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন এবং বিভিন্ন সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্র বা কনটেন্ট নির্মাণসহ নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে যথেষ্ট সুনামও অর্জন করেছে।
দেশজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ফ্রেশ টিস্যুর উদ্যোগে আবার শুরু হতে যাচ্ছে ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক ক্যাম্পেইন ‘ফ্রেশ বাংলাদেশ’। নানা সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এ ক্যাম্পেইনের অংশ হিসেবে ফ্রি ব্রেস্ট স্ক্রিনিংয়ের সুযোগসংবলিত মোবাইল ক্লিনিক ঘুরবে টেকনাফ থেকে তেঁতুলিয়া।
অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর যে কেউ নির্দিষ্ট পয়েন্টে উপস্থিত হয়ে বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিং করতে পারবেন। ফ্রেশ টিস্যুর আয়োজনে ‘ফ্রেশ বাংলাদেশ’ শীর্ষক এ মেডিকেল ক্যাম্প বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের সুযোগ প্রদান করলেও কোনো ওষুধ বা চিকিৎসা পরামর্শ তথা কোনোরূপ ব্যবস্থাপনাপত্র প্রদান করবে না।
রেজিস্ট্রেশন নিয়ম
এ ক্যাম্পেইনের অধীনে বিনা মূল্যে ব্রেস্ট স্ক্রিনিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে ফ্রেশ বাংলাদেশের ওয়েবসাইটে www.freshbangladesh.org গিয়ে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করুন। প্রদত্ত ফরমে প্রয়োজনীয় তথ্য দিন এবং সবশেষে ‘রেজিস্ট্রেশন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার মুঠোফোনে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণ মেসেজ পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন ফরম পেতে https://freshbangladesh.org/registration ঠিকানায় ক্লিক করুন।