দুই দিনের রিশকা ফেস্টিভ্যালে কী কী ছিল

ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনের ‘রিশকা ফেস্টিভ্যাল’। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত উৎসবটি শুরু হয়েছিল গতকাল শুক্রবার। তরুণদের সামনে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতেই রিকশাচিত্রের এই আয়োজন। উৎসবে রিকশাচিত্রে ফুটিয়ে তোলা পোশাক, গয়না, তৈজসসহ ছিল শিল্পপ্রদর্শনী। এ ছাড়া আগ্রহীদের নিয়ে রিকশাচিত্র ও মৃৎশিল্পের ওপর কর্মশালাও করানো হয়।

১ / ১০
উৎসবের সাজে আলোকি কনভেনশন সেন্টার
ছবি: অগ্নিলা আহমেদ
২ / ১০
স্টলগুলোতে রিকশাচিত্রের গয়না, পোশাক, তৈজসসহ নানা কিছু বিক্রি হয়
ছবি: অগ্নিলা আহমেদ
৩ / ১০
উৎসব প্রাঙ্গণের প্রতিটি কোণেই ফুটে উঠেছিল রিকশাচিত্রের রং
ছবি: অগ্নিলা আহমেদ
৪ / ১০
বিদেশিদের কাছেও রিকশাচিত্রের পণ্যের দারুণ কদর আছে
ছবি: অগ্নিলা আহমেদ
৫ / ১০
উৎসবের ‘বাজার’ অংশে স্থানীয় কারুশিল্পীদের হাতে তৈরি পণ্য প্রদর্শন করা হয়
ছবি: অগ্নিলা আহমেদ
৬ / ১০
উৎসবে অন্যতম আকর্ষণ ছিল বায়োস্কোপ
ছবি: অগ্নিলা আহমেদ
৭ / ১০
পোশাকে ফুটে উঠেছে রিকশাচিত্র ও ঐতিহ্যবাহী নকশা
ছবি: অগ্নিলা আহমেদ
৮ / ১০
তুলির আঁচড়ে রিকশাচিত্র
ছবি: অগ্নিলা আহমেদ
৯ / ১০
তৈজসে রিকশাচিত্র
ছবি: অগ্নিলা আহমেদ
১০ / ১০
মৃৎশিল্প নিয়ে ছিল কর্মশালা
ছবি: অগ্নিলা আহমেদ