কেমন হবে এই বারবির দুনিয়া
সারা পৃথিবীতেই বারবি পুতুল তুমুল জনপ্রিয়। জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে মার্গট রবি অভিনীত চলচ্চিত্র ‘বারবি’। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও বারবিই ঘুরেফিরে আসছে বারবার। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বারবি থিমে ছবি পোস্ট করছেন অনেকে। এরই মধ্যে ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা প্লেসে উদ্বোধন হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড অব বারবি’ নামে এক ‘স্বপ্নপুরী’র, যেখানে বিশাল আকারের বারবি পুতুল থেকে শুরু করে থাকবে আরও অনেক কিছু। দর্শনার্থীরা নিজ হাতেও পুতুল বানানোর সুযোগ পাবেন। আর কী কী থাকছে ওয়ার্ল্ড অব বারবিতে? দেখে নেওয়া যাক ছবিতে।
১ / ৬
২ / ৬
৩ / ৬
৪ / ৬
৫ / ৬
৬ / ৬