কেমন হবে এই বারবির দুনিয়া

সারা পৃথিবীতেই বারবি পুতুল তুমুল জনপ্রিয়। জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে মার্গট রবি অভিনীত চলচ্চিত্র ‘বারবি’। তাই সামাজিক যোগাযোগমাধ্যমেও বারবিই ঘুরেফিরে আসছে বারবার। ইনস্টাগ্রাম ও ফেসবুকে বারবি থিমে ছবি পোস্ট করছেন অনেকে। এরই মধ্যে ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা প্লেসে উদ্বোধন হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড অব বারবি’ নামে এক ‘স্বপ্নপুরী’র, যেখানে বিশাল আকারের বারবি পুতুল থেকে শুরু করে থাকবে আরও অনেক কিছু। দর্শনার্থীরা নিজ হাতেও পুতুল বানানোর সুযোগ পাবেন। আর কী কী থাকছে ওয়ার্ল্ড অব বারবিতে? দেখে নেওয়া যাক ছবিতে।

১ / ৬
বারবি পুতুলের ইতিহাস জানারও সুযোগ থাকবে এই আয়োজনে।
ছবি: রয়টার্স
২ / ৬
ওয়ার্ল্ড অব বারবির উদ্বোধন হবে ১৪ এপ্রিল। তবে বিশেষভাবে আমন্ত্রিত কয়েকজন আগেই এই স্বপ্নপুরী ঘুরে দেখার সুযোগ পেয়েছেন।
ছবি: রয়টার্স
৩ / ৬
কৃত্রিম বারবি সৈকতে এক নারীর সেলফি।
ছবি: রয়টার্স
৪ / ৬
প্রায় ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এই বিনোদনকেন্দ্র।
ছবি: রয়টার্স
৫ / ৬
১৪ এপ্রিল উদ্বোধন হলেও টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আরও বহু আগে। টিকিটের দাম ধরা হয়েছে ৩৪ ডলার (প্রায় সাড়ে তিন হাজার টাকা)।
ছবি: রয়টার্স
৬ / ৬
নতুন এই বিনোদনকেন্দ্র নিশ্চয়ই শিশুদের সবচেয়ে বেশি আকর্ষণ করবে। তবে বলা হচ্ছে, এটি সব বয়সী মানুষের জন্য।
ছবি: রয়টার্স