আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনার মাধ্যমে সব বয়সের সব রাশির নারী ও পুরুষকে বলছি। শুধু চলতি সপ্তাহে নয়, সারা জীবন ধরেই একটি নিয়ম পালন করে চলুন, এতে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। গরম পানিতে গোসল করুন। পানিটা প্রথমে গায়ে এবং পরে মাথায় নিন। এতে বাথরুমেই মাথায় স্ট্রোক হওয়ার আশঙ্কা আর থাকবে না।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহটি আমি নিবেদন করতে চাই মেষ, বৃষ, ধনু ও সিংহকে। আপনাদের প্রায় পুরো সাত দিনই এখন শুভ। কাজেই সেভাবে মনটাকে প্রস্তুত করুন। কল্যাণ হোক আপনাদের!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন প্রধানত পরিবর্তনের রাশি। কবি কাজী নজরুল ইসলাম, চে গুয়েভারা, সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, বাংলাদেশের লাকী আখান্দ্ প্রমুখ তাঁদের জীবন ও কর্ম দিয়েই এ কথা প্রমাণ করে গেছেন। আপনিও নিশ্চয়ই পারবেন। জয় হোক আপনার, হে মিথুন!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
সপ্তাহটি যেকোনো বয়সী নারী-পুরুষ কর্কট শিল্পী, খেলোয়াড় এবং ব্যবসায়ীর উদ্দেশে নিবেদন করলাম। আশা করি তিনি বা তাঁরা তা গ্রহণ করবেন। আমি তাঁদের জানাব আমার আন্তরিক ‘দইন্নবাদ’।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বয়স যেটাই হোক, যাঁদের নামের আদ্যক্ষর বা প্রথম অক্ষর ‘ক’, তাঁরা ডান কিংবা অন্য হাত ওপরে তুলুন। তুলেছেন? এবার বলছি শুনুন, আগামী দিনগুলো আপনাদের কাটবে মন্দ নয়। তবে, কাহারও সহিত আপনি ঝগড়া–বিবাদ করিলে উহা নিজ দায়িত্বে করিবেন। ঠিকাছে?
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
‘সাতনরি হার দেব, ফুলের বাহার দেব/ রুপোর হাঁসুলি যদি চাও। কন্যে, তুমি নয়ন মেলে চাও...’ দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া এই গান আগে শুনে আসুন। তারপর বলি, সপ্তাহটি আপনার এবং আপনাদের চমৎকার কাটবে!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার উদ্দেশে এ সপ্তাহে মৃদু একটা সতর্কবাণী উচ্চারণ করছি। কারও আন্তরিক সৎ পরামর্শ অবহেলা করবেন না। তবে, ব্যক্তিটি যদি আপনার তেমন পছন্দের কেউ না-ও হন, তাহলেও তো তাঁর বিনীত অভিমত মূল্যবান হতে পারে। সে ক্ষেত্রে সেটা খুব ভালো করে যাচাই করে নেবেন। কল্যাণ হোক এবং জয় হোক আপনার!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক রাশির মাহফুজা আফরোজ সাথী এক উজ্জ্বল নক্ষত্র হওয়ার পথে। অচেনা জেইন গুলশানও তা-ই। আরও কেউ কেউ তো আছেন নিশ্চয়ই। সব বৃশ্চিক নারী ও পুরুষকে বলছি, আপনাদের আজ এবং আগামী রয়েছে এক শুভ ও শুভ্র বলয়ের ঠিক মধ্যের দিকে। জয় হবে, কাজেই দূর হোক তাঁদের সব শঙ্কা। আর, হোক তাঁদের অঢেল কল্যাণ!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ফেসবুকে যিনি মাহমুদা মুন্নী, তিনিই ডক্টর মাহমুদা মুন্নী। ঢাকার সাজেদা হাসপাতালের অন্যতম চিকিৎসিকা। দক্ষ এবং হৃদয়বান। রাশিতে ধনু আরেকজন আছেন; সানী জুবায়ের। ইনি সংগীতে ডক্টরেট করেছেন সুইডেনে। ভারতেও শিখেছেন পাতিয়ালা ঘরানার ক্ল্যাসিক্যাল গান। অন্যজনের নাম মিনুফার ইউসুফ, আমরা ডাকি মিনু। শৌখিন রবীন্দ্রসংগীতশিল্পী। নারী হিসেবে অসামান্য। তাঁর বর আবু আল হেলাল ছিলেন জাতীয় সংসদের এক উপসচিব। যা-ই হোক, চলতি সপ্তাহ থেকে শুরু হবে ধনু নারী-পুরুষের এক নতুন অভিযাত্রা। জয় হোক!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মকর রাশির সবাইকে বলছি, চলতি সপ্তাহে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ৬০ ফুট উঁচু থেকে প্রেমের ভূমিতে ধপাস হতে পারেন! কাজেই সাবধান। ব্যথা যেটা পাবেন, সেটা সুখের ব্যথা। কেননা, মাটিটা যে রয়েছে নরম। তাহলে আস্তে আস্তে উঠতে থাকুন মগডালে। ...মগডালে মকর করুক বকর বকর। মাটির ওপর তার থাকুক দেহের ভকর ভর...
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
অস্ট্রেলিয়া আর বেশি কী দূরে! ওখানে থাকেন জনৈক ৯০+ বয়সী প্রাক্তন প্রকৌশলী বদরুদ্দিন আহমেদ চৌধুরী বাই নেম। আর থাকেন তাঁর দ্বিতীয় কন্যা সায়েবা মুনা। ইনি পেশায় ব্যাংক কর্মকর্তা। দেশে থাকতে ছিলেন মিডিয়া কর্মী, মডেল, উপস্থাপক, অভিনেত্রী, সংগীতশিল্পী। আসুন, আমরা এই দুই কুম্ভসহ বাদবাকি সবার জন্য শুভকামনা করি।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
তানিয়া কামরুন নাহার বিজ্ঞানভিত্তিক লেখা লেখেন। অন্যদিকে আবার বিড়ালও পোষেন। বিয়ে–থা করেননি এখনো। নারীবাদ, বর্ণবাদ, মানবাধিকার ইত্যাদির ওপরও লিখে থাকেন তানিয়া। এ সপ্তাহে সব মীনের জীবনেই কিছু না কিছু শুভ আনন্দের উপলক্ষ জুটবে বলে মোর মনে লয়! শুধু চলতি সপ্তাহ কেন, বছরজুড়েই মীন বেশির ভাগ সময় আনন্দ নিয়ে কাটাবেন।