মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

ধ্রুব এষের নাম শোনেননি, এমন কেউ নেই। বিখ্যাত শিল্পীর পাশাপাশি ও একজন ব্যতিক্রমী লেখক। সম্প্রতি তাঁর লেখা একটা বই আমাকে দিল। অবাক হয়ে দেখলাম, উৎসর্গপত্রে ছাপা রয়েছে আমার নাম। বোধ হয় জীবনে এই প্রথম কোনো লেখক আমাকে তাঁর বই উৎসর্গ করলেন। বইটির নাম এফএম রেডিও। গল্পগুলো একটু সুররিয়ালিস্টিক। পড়ে আমি হতবাক হয়ে গেছি। ধ্রুব তো অনেক বড় লেখককেও লজ্জা দেবেন। তাঁর উত্তরোত্তর উন্নতি কামনা করি।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

ভারতে এবং অন্যান্য উন্নত দেশেও সংগীত দ্বারা একটি চিকিৎসা করা হয়। একে বলে ‘সনিক থেরাপি’। আপনি সংগীতের মধ্যে থাকুন, মানসিকভাবে সুস্থ থাকবেন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

শুধু কথা দিয়েই একজন মানুষকে মেরে ফেলা যায়। এ কথা যে জানে না, তাকে তা বুঝিয়ে দিন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

চলতি সপ্তাহে কথায় কথায় মানুষের সঙ্গে আপনার লেগে যেতে পারে। কাজেই একটু মুখ সামলে চলুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সত্যের ওপর বিশ্বাস রাখুন। সত্যই আপনার তরি পার করবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আপনি সুস্থ প্রতিযোগিতায় বিশ্বাসী। এ সপ্তাহে এভাবেই আপনি বিজয়ী হবেন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

হেনরি গিলবার্ট নামে আমার এক বন্ধু ছিল। খুবই চমৎকার গান লিখত। সেগুলোর বেশির ভাগ সুর করতেন সুজেয় শ্যাম। সুদীর্ঘকাল আগে হেনরি অস্ট্রেলিয়ায় গিয়ে হারিয়ে গেল। এই লেখা সে পড়বে না জানি, তবু তাকে শুভকামনা জানিয়ে রাখলাম।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

বৃশ্চিকের এখন নবজাগরণের সময়। তাহলে আর ভাবনা কিসের?

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

সারোয়ার পাঠান আমার খুব বেশি পরিচিত নন। তবে তাঁকে আমি শিকারি পাঠান বলে ডাকি। শিকার ছেড়ে দিয়েছেন, এখন বন্য প্রাণী সংরক্ষণের কাজে আছেন৷ নরসিংদীতে নিজের বিশাল বাড়িটিকে একটি অভয়াশ্রম করে তুলেছেন। এ পর্যন্ত তাঁর বই বেরিয়েছে সাতটি৷ এর অনেকগুলো আমি উপহার পেয়েছি। সব বাস্তব গল্প। তিনি করোনা থেকে উঠেছেন এবং আশা করি আবার তাঁর কাজকর্ম আরম্ভ করবেন। ধনু তো থামতে জানে না।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

মকরকে ধৈর্য রাখতে বলি। তার আশার দিন এখনো ফুরায়নি।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

আপনার এখন আর নিষ্ক্রিয় থাকার সময় নেই৷ জেগে উঠুন, কাজ করুন, সাফল্য আছে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আপনার গত সপ্তাহটা যেমনই যাক, চলতি সপ্তাহ তার চেয়ে ভালো যাবে।