আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

ডা. দাশগুপ্তর পুরো নাম এতকাল পরে আজ আর মনে পড়ে না। তিনি ছিলেন আমার বাবার এক ঘনিষ্ঠ বন্ধু। কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করে চলে যান শিলংয়ে। সেখান থেকে অবিবাহিত নিঃসঙ্গ যুবকটি এসে থামেন আমাদের এই ছোট্ট সিলেট শহরে। ক্লাবে কনট্রাক্ট ব্রিজ খেলতেন বন্ধুদের সাথে। সেখান থেকেই বন্ধুত্ব আমার বাবার সাথে...। সুদর্শন এক পুরুষ ডা. দাশগুপ্ত। রোগীদের বাসায়ও যেতেন। তিনি আসছেন শুনলেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যেত। সাদা মানুষ—পরনে সাদা রঙের ডাকস্যুট। নিজের হাতে ব্যাগটা নিয়ে নামতেন রিকশা থেকে। বাবাকে বলতেন, কী হে মোশাহেদ, এখনো চালিয়ে যাচ্ছ? বাবা জোরে হেসে বলতেন, এই করেই তো ৭০ বছর পার করে দিলুম। তুমি আর জ্বালিও না। সুস্থ থাকুন সকল মেষ নারী-পুরুষ। শুভ হোক, জয় হোক!

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

আপনি জানেন...বিভিন্ন দেশের সামরিক প্যারেড বা কুচকাওয়াজ বিভিন্ন রকম হয়। আমি সেই স্কাউট জীবন থেকে প্যারেড ভালোবাসি আজও। অন্তত টেলিভিশনে দেখতে তো বটেই।...ডান বাম, ডান বাম, ডান...স্কাউটস, হল্ট! বিজয় হোক!

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

উৎকৃষ্ট সুরকারদের সুর। ভালো গীতিকারদের গানের বাণী বা কথা। এগুলো আসে কোথা থেকে...মস্তিষ্কের কোন কোষে এদের জন্ম? আমি তো জানি না। আপনি কি জানেন? ভালো থাকুন প্রিয় অপ্রিয় জনপ্রিয় মিথুন!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

আমি পনেরো বছর বয়স থেকে ঢাকার আজিমপুরে থেকেছি। ওখানে ছিল ছেলেমেয়েদের একটি সংস্থা—স্কারলেট ক্লাব। আমাকে ওরা করেছিল ক্লাবের উপদেষ্টা। ওরা সব ধরনের সমাজকর্ম ও সাংস্কৃতিক কাজে জড়িত ছিল। আজ স্কারলেট ক্লাব আর আছে কি না, খবর রাখি না। তবে ছেলেমেয়েদের সঙ্গে মাঝেমধ্যে দেখা হয় এখানে-সেখানে। ক্লাবটি এখন আর না থেকে থাকলে আবার জেগে উঠুক। শুরু হোক তার অগ্রযাত্রা! কর্কটের জয় হোক!

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

কখনো যাত্রা দেখেছেন? ওই যে খড়ের লম্বা গোঁফ লাগিয়ে রাজা হয়। এ রকম যাত্রা আপনি টেলিভিশনেও দেখতে পাবেন হয়তো। যাত্রার রাজা, পশুর রাজা আর মানুষের রাজা কিন্তু এক নয়...। সিংহী আবার এক ডিগ্রি উপরে।... বিজয়ী হউন সিংহী ও সিংহ।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আপনার আছে ভয়ানক সংবেদনশীল একটি মন, যেমন আমার বড় ভাই কলি চৌধুরীর ছিল। আমার ছোটবেলায় আমাদের কুকুর লালু র‍্যাবি দ্বারা আক্রান্ত হয়। কলি চৌধুরী আমাদের সবার বড় ভাই। বাবা কলি ভাইয়ের হাতে বন্দুক দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। কন্যারাশির কলি ভাইকে অনুসরণ করে আমরা যাই এক আত্মীয়ের বাসায়। ভাই বন্দুকটা আত্মীয়ের হাতে দেন আর পেছন ঘুরে দাঁড়ান। এরপর যা হওয়ার তা-ই হয়। ভালো থাকবেন, প্রিয় কন্যা বোন ও ভাই।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আল আমিন তো বলে সে তুলা রাশির জাতক। সে-যে কোন রাশির জাতক তা আমিও জানি না। ও বলে: আমার হাঁইশ উইঠ্ঠা যায়। অর্থাৎ, ওর হাসি পেয়ে যায়। তুলা হায়দার আলী ও সকল তুলা, হাসতে থাকুন!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

বৃশ্চিক আরিফা সীমা হায়দার তোমারই হোক জয়।... যে স্বাদের রান্না খাইয়েছে সেদিন। ভুলব না কোনো দিন!... প্রাসঙ্গিক ক্ষেত্রে বৃশ্চিক মেয়েদের বিয়ের প্রস্তাব আসতে পারে। অর্থাৎ, কাচ্চি-পাক্কি বিরিয়ানি উইথ বোরহানি অ্যান্ড স্যালাড-টালাদ।...বৃশ্চিক রাশির মাইয়া গো, বিয়ার বাইদ্য কইন্যা বাজে গো!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

১. তুমি মোর পাও নাই, পাও নাই পরিচয়।।...২. দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল/বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল।...হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই দুটি রবীন্দ্রসংগীত শুনুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

জাদুকর জুয়েল আইচ একজনকে তাঁর স্বভাব কী জিজ্ঞাসা করেছিলেন। উত্তর এল, এই দুনিয়ায় প্রত্যেক মানুষেরই স্বভাব আলাদা।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

কুম কুম কুম কুম, কুম্ভ! শুভই তো হবে মনে লয়!

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

বহুকাল আগে লিখেছিলাম: আব্বা হুজুর, ইকবার হুকুম দিজিয়ে:- হাম দুশমনকা পিছা করেংগা, ছোড়েংগা নেহি! প্রিয় মীন, আপনার জয় হয়েংগা!