কেমন যাবে মেষ রাশির ২০২৪

নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)অলংকরণ: প্রথম আলো

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অধিপতি গ্রহ: মঙ্গল

শুভ রত্ন: রক্তপ্রবাল, রুবি ও গার্নেট

শুভ রং: লাল, হলুদ ও সোনালি

শুভ সংখ্যা: ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯

শুভ বার: মঙ্গল, শুক্র ও শনি

বৈশিষ্ট্য: আপনি প্রাণবন্ত, উদ্যমী ও আশাবাদী। আপনি জানেন, কীভাবে নিজের অধিকার আদায় করে নিতে হয়। কিছুটা স্বেচ্ছাচারী হওয়ায় অবচেতনে অন্যের মনোকষ্টের কারণ হতে পারেন। আবেগের আতিশয্য কিংবা রাগের মাথায় রূঢ় আচরণ করে ফেললেও পরে অনুশোচনা আপনি করেন। আবার নিজের আবেগ–অনুভূতি সহজে প্রকাশ পেতেও দেন না। কারও কারও ক্ষেত্রে মাঝেমধ্যে হঠকারিতা করতে দেখা যায়। তবে এতে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। আপনি স্বাধীনচেতা ও দায়িত্ব নিতে ভালোবাসেন। একটু অনুপ্রেরণা পেলে যেকোনো কাজ ভালোভাবে করে তাক লাগিয়ে দিতে পারেন। সহজাতভাবেই আপনি মহৎ ও দয়ালু। বন্ধুদের প্রতি বিশ্বস্ত। যদিও কিছু মানুষ আপনাকে ভুল বোঝে। আপনার মধ্যে আছে তেজ ও বীরত্ব। আপনি আদর্শবাদী ও দূরদর্শী। বহু বিষয়ে আপনার নেতৃত্ব ও দিকনির্দেশনা সাফল্য নিয়ে আসে। মেষ রাশির জাতকদের শরীরের দুর্বলতম স্থান মাথা, মুখ ও চোখ। কারও কারও ক্ষেত্রে মাথায় আঘাত কিংবা মুখে আঘাতের দাগ থাকতে পারে।

কেমন যাবে মেষ রাশির ২০২৪

এ বছর আপনার আত্মবিকাশের বছর। শুরু থেকে পরিকল্পনা করে কাজে লেগে পড়ুন, যাতে বছর শেষে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। বিবাহযোগ্য অনেকেই সঙ্গীর দেখা পাবেন, বিয়ের বাদ্য বাজবে। কারও কারও ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে।