আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (১২ সেপ্টেম্বর ২০২৩)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজে জন্য সম্মাননা পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ হঠাৎই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের উত্তাল ঢেউয়ের তালে আজ আপনি পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে—২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও হতাশ হবেন না। আজ চমকপ্রদ কোনো ঘটনায় পরিস্থিতি পাল্টে যেতে পারে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমে রঙিন প্রজাপতি ডানা মেলে উড়ে আসছে—আপনারই দিকে নয় তো? সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। বেকারদের কারও কারও বিদেশে পাড়ি জমানোর প্রচেষ্টা সফল হতে পারে। হতাশ প্রেমিক-প্রেমিকাকে বলছি, দিনটি কিন্তু আপনার, সুযোগকে পুরোপুরি কাজে লাগান।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে হতাশ হওয়ার কিছু নেই। প্রেমের ফুল এই ফুটল বলে! দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। রাজনীতিতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার প্রেমিক হৃদয়ে ঝাপটা দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বৈদেশিক বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ বৃষ্টি হয়ে ঝরে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমে হতাশা দূর হয়ে সম্ভাবনার নতুন সূর্য আলো ছড়াচ্ছে। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে একটু সাহসী হোন। আপনার সাহসী পদক্ষেপ প্রিয় মানুষটির মন জয় করতে সহায়ক হবে।