আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (২ অক্টোবর ২০২৩)

আপনার রাশিফলগ্রাফিকস: প্রথম আলো

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের রঙিন প্রজাপতি উড়তে উড়তে আপনার দিকেই আসছে; কী, দেখতে পাচ্ছেন তো?

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।

মিথুন (২২ মে—২১ জুন)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পরিবারের প্রবীণ কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ হাসি আপনিই হাসবেন। রাজনৈতিক তত্পরতা শুভ।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। প্রেমের উথালপাতাল ঢেউ আজ আপনার হৃদয়সৈকতে আছড়ে পড়তে পারে। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে পারে। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই, চমকপ্রদ কোনো ঘটনার মধ্য দিয়ে আজ আপনার হতাশা দূর হতে চলেছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ পছন্দের মানুষটিকে প্রস্তাব দিয়েই দেখুন না! কথা দিচ্ছি, হতাশ হতে হবে না। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় পেছনে পড়লেও ঘাবড়াবেন না; কথায় বলে, ওস্তাদের মার শেষ রাতে!

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের রঙিন প্রজাপতি আপনার হৃদয়–কাননে উড়ে এসেছে; কই, তাকে স্বাগত জানান!

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যান, সাফল্য হাতের মুঠোয় এসে গড়াগড়ি খাবে।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উড়িয়ে নিয়ে যেতে পারে।