রাশিফল
সপ্তাহের মাঝামাঝি এসে হঠাৎ মানসিক চাপ বাড়তে পারে কাদের
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (২০ ডিসেম্বর—২৬ ডিসেম্বর ২০২৫)
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)
এ সপ্তাহে আপনার ভেতরে একধরনের দার্শনিক ও বিস্তৃত চিন্তার প্রবাহ কাজ করবে। আগের মতো ছোট গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখতে মন চাইবে না। জীবনের অর্থ, ভবিষ্যৎ দিকনির্দেশ, শিক্ষা, বিশ্বাস বা দূরের কোনো সুযোগ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবেন। নতুন কিছু শেখা বা পুরোনো বিশ্বাস ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় এটি।
সপ্তাহের মাঝামাঝি এসে হঠাৎ মানসিক চাপ বাড়তে পারে। অর্থনৈতিক নিরাপত্তা, ঋণ, যৌথ সম্পদ বা কারও ওপর নির্ভরশীলতা নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে। অবচেতন ভয় বা পুরোনো আঘাত মাথাচাড়া দিতে পারে, যার ফলে আচরণে তাড়াহুড়ো বা সন্দেহ ঢুকে পড়বে।
সপ্তাহের শেষ দিকে সম্পর্ক খুব সংবেদনশীল হয়ে উঠবে। সঙ্গী, সহকর্মী বা কাছের মানুষদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা জরুরি। নিজের মতামত জোর করে চাপালে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় সবচেয়ে বড় শিক্ষা হলো—শোনা এবং বোঝা।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)
আপনার পরিবর্তন হবে নীরবে তবে গভীরভাবে। বাহ্যিকভাবে জীবন স্বাভাবিক থাকলেও ভেতরে আপনি অনেক পুরোনো ধারণা ও নির্ভরতার জায়গা পুনর্বিবেচনা করবেন চলতি সপ্তাহে। যৌথ অর্থ, বিনিয়োগ, বকেয়া টাকা বা ভাগাভাগির বিষয় সামনে আসতে পারে। কার সঙ্গে কতটা জড়িত, সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
মাঝামাঝি সময়ে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে। বিশ্বাস, নিয়ন্ত্রণ, ঈর্ষা বা আবেগপ্রবণ নিরাপত্তা নিয়ে চাপ তৈরি হতে পারে। আপনি বুঝতে পারবেন কোথায় আপনি বেশি দিচ্ছেন বা কোথায় সীমারেখা দরকার।
সপ্তাহের শেষ দিকে বাস্তব জীবনের দিকে মন ফেরাতে হবে। কাজের পরিবেশ, দায়িত্ব ও শরীরের যত্নে মনোযোগ দিলে ধীরে ধীরে স্থিতি ফিরবে। নিয়মিত রুটিন ও শৃঙ্খলাই এই সপ্তাহে আপনার শক্তি।
মিথুন রাশি (২২ মে–২১ জুন)
এ সপ্তাহে সম্পর্ক আপনার জীবনের আয়নার মতো কাজ করবে। অন্যের প্রতিক্রিয়া, কথা ও আচরণের মধ্য দিয়ে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন। অংশীদারত্ব, চুক্তি বা গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসবে। বোঝাপড়ার সুযোগ থাকলেও সবকিছু সহজ হবে না।
সপ্তাহের মাঝামাঝি প্রেম, সৃষ্টিশীলতা বা সন্তানের বিষয়ে আবেগ বেড়ে যেতে পারে। প্রত্যাশা বাস্তবতার চেয়ে বেশি হলে হতাশা আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের তীব্রতা কমানো জরুরি।
সপ্তাহের শেষ ভাগে বাড়ি ও পরিবারে মন যাবে। মানসিক নিরাপত্তা, ব্যক্তিগত সময় ও ঘরের পরিবেশ ঠিক করা প্রয়োজন হবে। বাইরে যতই ব্যস্ততা থাকুক, ভেতরের শান্তি না পেলে অস্থিরতা কাটবে না।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)
বাস্তবতা ও দায়িত্ব আপনার আবেগকে ছাপিয়ে যাবে চলতি সপ্তাহে। কাজের চাপ, নিয়মকানুন ও দৈনন্দিন দায়িত্ব আপনাকে ব্যস্ত রাখবে। অন্যদের জন্য করতে গিয়ে নিজের ক্লান্তি উপেক্ষা করার প্রবণতা বাড়তে পারে।
সপ্তাহের মাঝামাঝি পারিবারিক স্মৃতি বা অতীতের কোনো অনুভূতি হঠাৎ মন ভারী করে দিতে পারে। পুরোনো ক্ষত বা না বলা কথাগুলো মনে পড়তে পারে। তবে এটি ভেঙে পড়ার সময় নয়, বরং মানসিক পরিষ্কারের সুযোগ।
সপ্তাহের শেষ দিকে যোগাযোগ ও ভাবের আদান-প্রদান আপনাকে হালকা করবে। লেখা, কথা বলা বা ছোট ভ্রমণ মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)
এ সপ্তাহে জীবন আপনাকে একটু আনন্দ উপভোগ করতে বলছে। সৃষ্টিশীলতা, প্রেম ও আত্মপ্রকাশের শক্তি প্রবল থাকবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসতে পারে।
তবে সপ্তাহের মাঝামাঝি পারিবারিক দায়িত্ব বা ঘরের পরিবেশ আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। নিজের চাওয়া আর দায়িত্বের টানাপোড়েনে মানসিক চাপ তৈরি হতে পারে। অনুভূতি চেপে রাখলে বিরক্তি জমবে।
সপ্তাহের শেষ ভাগে অর্থ ও মূল্যবোধ নিয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার সময়। কোথায় খরচ করবেন, কোথায় সংযম রাখবেন—এই বোধ ভবিষ্যতে আপনাকে স্বস্তি দেবে।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
আপনার মন স্বাভাবিকভাবেই স্থিরতা ও নিরাপত্তার দিকে ঝুঁকবে। বাইরের জগৎ যতই ব্যস্ত হোক, আপনি চাইবেন নিজের একটি নিশ্চিত জায়গা তৈরি করতে—যেখানে চিন্তা কম, দায়িত্ব নিয়ন্ত্রিত এবং আবেগ নিরাপদ। বাড়ি, পরিবার, ব্যক্তিগত পরিসর কিংবা অতীতের অসমাপ্ত বিষয়গুলো নতুন করে মনোযোগ দাবি করতে পারে। অনেক দিন ধরে জমে থাকা কাজ বা অনুভূতি গুছিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।
সপ্তাহের মাঝামাঝি এসে যোগাযোগের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়বে। কথা বলার সময় আপনি যতটা পরিষ্কার ভাবছেন, অপর পক্ষ ততটা পরিষ্কার বুঝবে না—এই ফাঁক থেকেই ভুল–বোঝাবুঝির আশঙ্কা। আবেগ ঢুকে পড়লে আপনি অপ্রয়োজনীয়ভাবে নিজেকে ব্যাখ্যা করতে চাইবেন, যা মানসিক ক্লান্তি বাড়াতে পারে। এই সময় সংযত ও ধীর ভাষায় কথা বলাই সবচেয়ে নিরাপদ পথ।
এ সপ্তাহে আত্মসমালোচনার প্রবণতা একটু বেশি সক্রিয় থাকবে। আপনি নিজের কাজ, সিদ্ধান্ত বা আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তবে মনে রাখতে হবে—সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যায় না। নিজের ওপর অযথা কঠোর হলে আত্মবিশ্বাসে চিড় ধরতে পারে। নিজের সীমাবদ্ধতাকে দোষ না ভেবে শেখার জায়গা হিসেবে দেখাই হবে এই সময়ের বড় শিক্ষা।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
আপনার চিন্তার জগৎ বেশ সক্রিয় থাকবে এ সময়। নানা কথা, তথ্য ও আলোচনা একসঙ্গে মাথার ভেতর ঘুরতে থাকবে। নতুন কিছু শেখা, লেখা, বলা বা পরিকল্পনা করার সুযোগ আসবে। বাইরে থেকে আপনাকে স্বাভাবিক ও সামঞ্জস্যপূর্ণ মনে হলেও ভেতরে–ভেতরে আপনি অনেক কিছু বিশ্লেষণ করবেন—কে কী বলছে, তার পেছনের অর্থ কী, আর আপনি নিজে কোথায় দাঁড়িয়ে আছেন।
সপ্তাহের মাঝামাঝি এসে আত্মমূল্য ও অর্থ–সংক্রান্ত বিষয়গুলো স্পর্শকাতর হয়ে উঠবে। নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হতে পারে, বিশেষ করে যদি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে শুরু করেন। এই সময় আপনি বুঝতে পারবেন অন্যের স্বীকৃতি আর নিজের মূল্য এক নয়। এই দ্বন্দ্ব মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, তবে এখানেই রয়েছে নিজের শক্তি চেনার সুযোগ।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
আপনার ব্যক্তিত্ব ও উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ও প্রভাবশালী হয়ে উঠবে। মানুষ আপনার কথায়, সিদ্ধান্তে ও আচরণে একটি দৃঢ়তা অনুভব করবে। আপনি নিজেও বুঝতে পারবেন যে আর আগের মতো নিজেকে আড়ালে রাখার প্রয়োজন নেই। নিজের অবস্থান পরিষ্কার করার ইচ্ছা জোরালো হবে।
তবে এই শক্তির আড়ালে ভেতরে চলবে গভীর মানসিক আলোড়ন। সপ্তাহের মাঝামাঝি এসে পুরোনো ভয়, অবদমিত অনুভূতি কিংবা গোপন দুশ্চিন্তা হঠাৎ সামনে আসতে পারে। যেসব বিষয় আপনি এড়িয়ে চলছিলেন, সেগুলোর মুখোমুখি হতে হবে। এটি অস্বস্তিকর হলেও অত্যন্ত প্রয়োজনীয়—কারণ এখান থেকেই আসবে প্রকৃত রূপান্তর।
সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি হালকা হতে শুরু করবে। বন্ধু, সামাজিক পরিমণ্ডল বা একই চিন্তার মানুষের সঙ্গে সময় কাটালে মানসিক ভার অনেকটাই কমবে। ভবিষ্যৎ নিয়ে নতুন আশা ও দৃষ্টিভঙ্গি তৈরি হবে। এ সপ্তাহ আপনাকে শেখাবে—নিজের গভীরতাকে ভয় না পেলে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এ সপ্তাহে। আত্মবিশ্বাস, সাহস ও উদ্যম বেড়ে যাবে। আপনি চাইবেন নিজের পরিচয় নতুনভাবে গড়ে তুলতে, নিজের মতো করে বাঁচতে। আগের সীমাবদ্ধতা ভাঙার প্রবল ইচ্ছা কাজ করবে এবং অনেকদিনের আটকে থাকা সিদ্ধান্ত এগিয়ে যাবে।
কিন্তু সপ্তাহের মাঝামাঝি এসে হঠাৎ ক্লান্তি বা একাকিত্ব অনুভব করতে পারেন। অতিরিক্ত দায়িত্ব নেওয়া, নিজেকে প্রমাণ করার চাপ বা বিশ্রামের অভাব মানসিকভাবে ভারী করে তুলতে পারে। এই সময় নিজেকে থামিয়ে প্রশ্ন করতে হবে—আপনি কি নিজের যত্ন নিচ্ছেন?
সপ্তাহের শেষ ভাগে পরিস্থিতি ঘুরে দাঁড়াবে। পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা, স্বীকৃতি বা দায়িত্ব আসতে পারে। আপনি দৃশ্যমান হবেন, আপনার কাজের মূল্যায়ন হবে। এই সপ্তাহের শিক্ষা হলো—নিজেকে সামনে আনতে হলে মাঝেমধ্যে পেছনে সরে দাঁড়ানোও প্রয়োজন।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
এ সপ্তাহে আপনার ভেতরের জগৎ বেশি সজাগ থাকবে। পুরোনো বোঝা, অপরাধবোধ বা অসমাপ্ত অধ্যায় বন্ধ করার প্রয়োজন অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন যে কিছু বিষয় আঁকড়ে ধরে থাকার কারণে আপনি এগোতে পারছেন না।
সপ্তাহের মাঝামাঝি সামাজিক সম্পর্ক বা বন্ধুত্ব আবেগময় মোড় নিতে পারে। কার ওপর ভরসা করবেন, কার সঙ্গে দূরত্ব রাখবেন—এই বোধ পরিষ্কার হতে শুরু করবে। কিছু সম্পর্কের বাস্তব চেহারা আপনাকে অবাক করতে পারে, তবে সেটাই সত্যের পথে নিয়ে যাবে।
সপ্তাহের শেষ দিকে দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। ভবিষ্যৎ লক্ষ্য, উচ্চশিক্ষা, দর্শন বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে স্পষ্ট ভাবনা আসবে। আপনি আবার নিজের পথের দিশা খুঁজে পাবেন। এই সময় বুঝবেন, নীরব প্রস্তুতিই বড় সাফল্যের ভিত।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
স্বপ্ন ও বাস্তবতার মধ্যে টানাপোড়েন চলবে সপ্তাহজুড়ে। বন্ধুত্ব, দলগত কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে অনুপ্রাণিত করলেও বাস্তব দায়িত্ব বারবার আপনাকে থামিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন সব স্বপ্ন এখনই বাস্তব করা সম্ভব নয়।
সপ্তাহের মাঝামাঝি পেশাগত চাপ বা কর্তৃত্বের সঙ্গে মতভেদ মানসিক অস্থিরতা বাড়াতে পারে। নিজের চিন্তা ও স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে ধৈর্য ও কৌশলই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র।
সপ্তাহের শেষ দিকে গভীর পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হবে। আর্থিক সিদ্ধান্ত, মানসিক নির্ভরতা বা ক্ষমতার জায়গাগুলো নতুনভাবে ভাবতে হবে। এই সময় আপনাকে শেখাবে পুরোনো কাঠামো ভাঙলেই নতুন কিছু গড়া যায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
দায়িত্ব ও স্বপ্ন একসঙ্গে আপনার কাঁধে থাকবে সপ্তাহের দিনগুলোতে। পেশাগত ক্ষেত্র বা সামাজিক অবস্থান নিয়ে আপনাকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। আপনি বুঝতে পারবেন, আপনার কাজ এখন অনেকের প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে।
সপ্তাহের মাঝামাঝি বিশ্বাস, দর্শন বা জীবনের অর্থ নিয়ে গভীর প্রশ্ন উঠতে পারে। হঠাৎ করে মনে হতে পারে আপনি কি ঠিক পথে আছেন? এই বিভ্রান্তি আসলে আপনার মানসিক পরিণতির অংশ—এটাই আপনাকে আরও সচেতন করবে।
সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি হালকা হবে। শিক্ষা, ভ্রমণ, নতুন জ্ঞান বা ভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ মানসিক প্রশান্তি দেবে। আপনি আবার নিজের ভেতরের আশাবাদকে খুঁজে পাবেন। এই সপ্তাহ শেখাবে—বিশ্বাস হারালে পথ অদৃশ্য হয়, বিশ্বাস রাখলে পথ নিজেই তৈরি হয়।