রাশিফল
এ সপ্তাহে কর্মক্ষেত্রে নেতৃত্ব এবং চালকের আসনে থাকবেন কারা
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য এবং সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া।
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)
নিজেকে নিয়ে গর্ব করার মতো একটা সাফল্য আপনার অপেক্ষায় আছে। সামনে এমন একটা সুযোগ আসবে, যেখানে আপনি নিজের প্রতিভা ও দক্ষতা সবার সামনে তুলে ধরতে পারবেন, তাই আত্মবিশ্বাস হারাবেন না। পারিবারিক পরিবেশে ইগো বা মান-অভিমানের বিষয় উঠে আসতে পারে, তাই কথা বলার আগে একটু ভেবে নিন। অর্থের ধারায় সুর আছে, কিন্তু খরচের বাউল যেন বেপরোয়া না হয়—তাল মিলিয়ে চললেই জীবন হবে ছন্দময়।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)
কিছু পুরোনো ভুল, কিছু অপূর্ণ ব্যাখ্যা এবার স্পষ্ট হয়ে ধরা দেবে চোখের সামনে। সংশোধনের দরজা খোলা, আপনার শুধু সাহস করে এগিয়ে যাওয়া চাই। কর্মক্ষেত্রে দায়িত্বের পালা ঘনাবে; আসবে নতুন চাপ, নতুন চ্যালেঞ্জ। কিন্তু আপনি জানেন, কেমন করে স্থির থাকতে হয় ঢেউয়ের মুখেও। তবে শরীরের খবরও নিতে হবে, বিশেষ করে হজমে সমস্যা হতে পারে, তাই ফাস্ট ফুড নয়, একটু স্বাস্থ্যকর খাবারই এখন আপনার ‘ফুয়েল’। ভোজনরসিক বৃষদের এই সপ্তাহে রসনায় লাগাম টানতে হবে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন)
এই সপ্তাহে আপনার মুখে থাকবে শব্দের জাদু। কথার ছোঁয়ায় আপনি ছুঁয়ে যাবেন বহু মন। তবে মনে রাখবেন, বাক্যের শরীরে শব্দ ঢালতে হয় মমতায়, না হলে ভুল ব্যাখ্যায় জেরবার হয়ে যেতে পারে সম্পর্ক। বন্ধুবান্ধব কিংবা সহকর্মীদের সঙ্গে নতুনভাবে সংযোগ গড়ে উঠবে, পুরোনো সম্পর্কেও ফিরে আসতে পারে উষ্ণতা। অর্থের ক্ষেত্রেও সময়টা চমৎকার। একটু ঝুঁকি নেওয়ার সাহস থাকলে, ফল মিষ্টি হতে পারে। তবে মনে রাখবেন, ঝুঁকি মানেই অন্ধকারে লাফ নয়, ভালো করে যাচাই–বাছাই ও হিসাব–নিকাশ করে এগোনোর দিন এটি। সঠিক পরিকল্পনা থাকলেই লাভের পথ আপনাকে স্বাগত জানাবে। আপনার জন্য অপেক্ষা করছে চমৎকার একটি সপ্তাহ!
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)
এই সপ্তাহে আপনি চাইবেন নিজেকে খুঁজে পেতে, নিজের মতো করে জীবন সাজাতে; যেন একটি অনন্য গল্প, যেখানে শুধু আপনারই স্বাক্ষর থাকবে। তবে বুঝতে হবে, মানুষের মন ঠিক একটি রহস্যময় ধাঁধার মতো। কারও ইমোশনাল চাহিদা বা মনের গভীরতা বোঝা একটু জটিল হতে পারে, তাই ধৈর্যের মশাল হাতে নিয়েই চলুন, যেন আঁধারে সম্পর্কের পথ ঠিকঠাক চিনে নিতে অসুবিধা না হয়। অর্থনৈতিক দিকে অবস্থান বেশ ভালোই থাকবে, তবে হঠাৎ অপ্রত্যাশিত কিছু ঘরোয়া ব্যয় এসে বাজেটের সুরে একটু ছন্দপতন ঘটাতেই পারে। তাই একটু সাবধানতা আর পরিকল্পনার ছোঁয়া রাখাই বুদ্ধিমানের কাজ হবে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ আরও গভীর হবে। শব্দহীন বোঝাপড়া থেকে শুরু করে হাসি-আনন্দের মিলন, সব মিলিয়ে একটি উষ্ণ আবেশ সৃষ্টি করবে আপনার জীবনে। জীবনের এই সময় যেন স্বপ্ন আর বাস্তবতার মেলবন্ধন, নিজের গন্তব্য খুঁজে পাওয়ার এই তো সময়!
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)
এই সপ্তাহ জীবনের মঞ্চে নিজেকে নতুন করে তুলে ধরার সুযোগ। সিংহরা নেতৃত্ব দিতে ভালোবাসেন। তাই সাহস আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। কারণ, সবাই আপনার কদর করবে। নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে, ধীরে ধীরে নিজের সামর্থ্য অনুযায়ী পথ চলুন। অতিরিক্ত গতি বাড়ালে পথ হারানোর ভয় থাকে, তাই পদক্ষেপ হোক সতর্ক। নিজের জন্যই একটু সময় রাখুন, নিঃশব্দে নিজের সঙ্গী হোন, যেন প্রশান্তির বৃষ্টি নামে হৃদয়ে। কর্মক্ষেত্রে সিংহ এ সপ্তাহে থাকবেন নেতৃত্ব এবং চালকের আসনে।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
কাজে মন বসছে না? তাহলে বুঝে নিন, আপনার ভেতরটা একটু বিশ্রাম চাইছে। সময় এসেছে নিজের ভাবনা, অনুভব আর আবেগগুলো গুছিয়ে নেওয়ার; যেন ভাঙা সুরের মাঝে নতুন সংগীত খুঁজে পাওয়া যায়। দেখবেন, হঠাৎ করেই একাধিক দায়িত্ব এসে পড়বে কাঁধে। এমন মুহূর্তে নিজের দক্ষতাই হবে আপনাকে রক্ষা করার ঢাল। কী আগে, কী পরে, কোন কাজটিতে কতটুকু মন দেবেন, এই বুদ্ধির পরীক্ষায় আপনি নিজেই নিজের শিক্ষক। তবে মানসিক ক্লান্তি ধীরে ধীরে ছায়ার মতো পিছু নিতে পারে। তাই সময় থাকতেই নিজেকে একটু হালকা করুন। হয়তো এক কাপ চায়ের পাশে কিছু নিঃশব্দ সময় কিংবা একটি প্রিয় বইয়ের কয়েকটি পাতা…। নিজের কাছে ফিরতে পারলেই চাপ কমে যাবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
এই সপ্তাহে আপনি কাটাবেন ভারসাম্যের সন্ধানে। আর তুলার জাতক–জাতিকা এমনিতেই জীবনের প্রতিটি সিদ্ধান্তে সাম্য, সৌন্দর্য আর সহমর্মিতা খোঁজেন। কাজের দায়িত্ব, সম্পর্কের টানাপোড়েন আর নিজের চাওয়া—সবকিছুর মাঝে একটা চমৎকার ভারসাম্য তৈরির চেষ্টা চলবে এই সপ্তাহে। অর্থ নিয়ে সচেতন থাকার সময় এখনই। কারণ, আপনি যদিও বাহ্যিকভাবে বিলাসিতা ভালোবাসেন, তবু অভ্যন্তরীণভাবে স্থিতি আপনার পছন্দ। তাই পরিকল্পনার সঙ্গে ব্যয় করুন, যেন নান্দনিক জীবনযাপন ঠিক থাকে, আবার ভবিষ্যতের নিশ্চয়তাও থাকে অটুট। সব মিলিয়ে এই সপ্তাহটা ঠিক আপনার মতো—সামঞ্জস্য, সৌন্দর্য, সম্পর্ক আর সামলে রাখার এক সূক্ষ্ম খেলা। এবং আপনি জানেন, এই খেলাটা সবচেয়ে ভালো আপনিই খেলেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
আপনি সেই বৃশ্চিক, যিনি নীরবে ছক আঁকেন, কথা না বলে কাজের ভিত গড়ে তোলেন। এ সপ্তাহে সেই নিঃশব্দ প্রস্তুতিরই ফল মিলতে পারে। তবে মনে রাখবেন, সব সাফল্যের গল্প একসঙ্গে বলা যায় না। সময় বুঝে, থেমে থেমে প্রকাশ করলেই আলো পড়ে ঠিকঠাক।
প্রেমের জগতে আপনার অনুভব গভীর, কিন্তু প্রকাশে সংকোচ। অভিমান জমলে তা চুপচাপ জমতে জমতে বিষে পরিণত হতে পারে। এই সময়ে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে খোলামেলা কথা বলুন। মনে রাখা দরকার, ভালোবাসা বোঝাতে কেবল চোখের ভাষা সব সময় যথেষ্ট নয়।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
ধনুদের ভ্রমণের নেশা আছে। এই সপ্তাহে আপনার মন চাইবে দূরে কোথাও চলে যেতে। যদি ভ্রমণ সম্ভব না হয়, তবে নতুন কিছু শেখা বা পড়াশোনা শুরু করুন। মানসিকভাবে একঘেয়েমি আসতে পারে, তাই একটু পরিবর্তন দরকার। কাজের জায়গায় কিছু সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, সুযোগ হাতছাড়া হতে পারে। আর্থিক দিকটা নিয়ন্ত্রণে থাকবে, তবে বিনিয়োগের আগে হাতে–কলমে যাচাই করে নিন। ধনুরা শুধু ভাগ্যের ওপর নির্ভর করেই অনেক কিছু অর্জন করতে চান। কিন্তু সব সময় ভাগ্যের ওপর ভরসা করাও ঝুঁকিপূর্ণ...।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
এই সপ্তাহে আপনি নিজের ভেতরের ‘স্ট্র্যাটেজিক প্ল্যানার’ মুডে থাকবেন। অফিস হোক বা ব্যক্তিগত লক্ষ্য—প্রতিটি কাজ আপনি ছকে ছকে, গাণিতিক নির্ভুলতায় সম্পন্ন করতে চাইবেন। সময়ের মূল্য আপনি ভালো বোঝেন, আর এটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ, আপনি হালকা আবেগের হাওয়ায় নয়, বাস্তবতার মাটিতে চলতে অভ্যস্ত। তবে এই ‘পারফেকশনিস্ট মাইন্ডসেট’ মাঝেমধ্যে সম্পর্ককে উপেক্ষা করে ফেলে। সেদিকে খেয়াল রাখুন। সঙ্গীর কিছু কোমল আবেগ কিংবা মানসিক সাপোর্টের প্রয়োজন পড়তে পারে। আর আপনি যদি নিজের কাঠিন্য একটু ভেঙে সময় দেন, তাহলে সম্পর্কটাও শক্ত ভিত পাবে। আপনার মধ্যে আছে একধরনের নিঃশব্দ আত্মবিশ্বাস, যা চিৎকার করে নয়, কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয়। এই সপ্তাহে আপনি আপনার ওই ‘চুপচাপ বিজয়ী’ সত্তাকে আরেক ধাপ সামনে নিয়ে যাবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
এই সপ্তাহে আপনি হবেন আইডিয়া লিডার! যেকোনো মিটিং, আলোচনা বা চুক্তির ক্ষেত্রে আপনার ভিন্নধর্মী চিন্তা আর দূরদৃষ্টিসম্পন্ন পর্যবেক্ষণ সবাইকে তাক লাগিয়ে দেবে। আপনি কথা বলেন কম, কিন্তু যখন বলেন, তাতে থাকে গভীরতা, যুক্তি আর একধরনের ব্যতিক্রমী আকর্ষণ। সম্প্রতি যাঁদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, সেই সংযোগগুলো আবার নতুন আলোয় উজ্জ্বল হয়ে উঠতে পারে। আপনার মধ্যে থাকা দার্শনিক আর মানবিক বোধ এবার কাজে আসবে পুরোনো ভুলগুলো শুধরে নিতে। কিছু ‘বন্ধ জানালা’ খুলে যেতে পারে হঠাৎ করেই।
তবে এই ‘মেন্টাল অ্যাকটিভনেস’ আর ‘সোশ্যাল রিকানেকশন’–এর মাঝে শরীরের ক্লান্তিকে অবহেলা করা ঠিক হবে না। কুম্ভরা প্রায়ই নিজের শরীরকে ‘মেশিন’ ভাবেন; কিন্তু মনে রাখুন, আত্মার পাশাপাশি শরীরটাও খেয়াল চায়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
এই সপ্তাহে আপনি নিজের ভেতরের ভাবনা ও অনুভূতিগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। মানসিক চাপ বা একধরনের দোদুল্যমানতা আপনাকে কিছুটা বিচ্ছিন্ন করে রাখতে পারে। কেউ হয়তো দূরে সরে যাচ্ছে, আবার আপনি নিজেও কিছু সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। এই মানসিক অবস্থার প্রভাব পড়তে পারে আপনার কাজ ও মনোযোগে। তবে এর মধ্যেও আপনার সৃজনশীল দিকটা আপনাকে ভারসাম্য রাখতে সাহায্য করবে। একা সময় কাটানো, ভালো গান শোনা বা নিজের মতো করে কিছু লেখা—এসবই আপনার মানসিক শান্তির জন্য প্রয়োজন। স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক হতে হবে। বিশেষ করে যাঁরা দীর্ঘক্ষণ ডেস্কে কাজ করেন, চোখ ও ঘাড়ে চাপ পড়তে পারে। সময়মতো বিরতি নিন আর পর্যাপ্ত ঘুম দিন শরীরকে। আর্থিকভাবে বড় দুশ্চিন্তার কিছু না থাকলেও খরচের জায়গাগুলো একটু গোছানো দরকার। মনে রাখবেন, সঞ্চয় শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে।