আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (২ সেপ্টেম্বর ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ দূরে কোথাও ভ্রমণে যাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার মনে প্রেমের ছোঁয়া লাগতে চলেছে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

মিথুন (২২ মে—২১ জুন)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের প্রতিদ্বন্দ্বিতায় নড়বড়ে অবস্থান থেকে নিজেকে সুসংহত করতে সক্ষম হবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটতে চলেছে!

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেম নিয়ে হতাশ হওয়ার কিছু নেই—এ বিষয়ে চমক জাগানিয়া ঘটনা ঘটতে চলেছে আজ!

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মনের খোলা জানালা দিয়ে কারও প্রেমের বার্তা এসে আপনাকে রাঙিয়ে তুলতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমে ব্যর্থ হয়ে থাকলেও আজকের দিনটি কিন্তু আপনার জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে চলেছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। কাউকে মনে ধরে থাকলে আজই প্রস্তাব দিন, কথা দিচ্ছি—হতাশ হতে হবে না।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটতে পারে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে পড়াশোনার প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ সুন্দর মনের কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ফেসবুকে কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশ অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ম্যারাথন দৌড়ে শেষ হাসিটা কিন্তু আপনিই হাসতে চলেছেন।