আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (১৯ সেপ্টেম্বর ২০২৩)

গ্রাফিকস: প্রথম আলো

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

চাকরিতে কারও কারও শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের উত্তাল ঢেউ আজ আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। সহকর্মীর সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ক্ষেত্রে হতাশা দূর হয়ে আজ নতুন আলোর ঝলকানি দেখতে পাবেন। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে পড়ালেখার প্রচেষ্টা সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার উড়ু উড়ু মন আজ প্রেমের বাঁধনে বাঁধা পড়তে চলেছে। তীর্থ ভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা ঘুচে গিয়ে সম্ভাবনার নতুন সূর্য উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের দৌড় প্রতিযোগিতায় আপনাকে হারায়, এমন সাধ্য কার! সুতরাং নিশ্চিন্তে এগিয়ে যান। আর্থিক লেনদেন শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও ভর্তি–সংক্রান্ত জটিলতা দূর হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আপনার প্রেমিক মনকে উড়িয়ে নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কোনো উপকারী বন্ধুর দেখা পেতে পারেন। প্রেমে ব্যর্থ হওয়া আপনি আজ নতুন করে উজ্জীবিত হতে চলেছেন! সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব ঘটলেও শেষ পর্যন্ত সাফল্যের পালক কিন্তু আপনার টুপিতেই শোভা পাবে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজি ভাব বিরাজ করতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের রঙিন প্রজাপতি ডানা মেলে উড়ে আসছে? আপনার দিকেই নয় তো?