আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
প্রিয়–অপ্রিয়, জনপ্রিয়–অজনপ্রিয় মেষ, বর্তমান সময়ে আপনার এবং আপনাদের যথেষ্ট ভ্রমণ হওয়ার কথা। আপনাদের সঙ্গে অন্য কোনো রাশির কেউও থাকতে পারেন। ভ্রমণটা মোটামুটি ভালোই হবে। ভ্রমণটা লোকাল কিংবা আন্তর্জাতিকও হতে পারে। সেসব আমি কিছু বলতে পারি না। যা-ই হোক, গরমের বিরুদ্ধে যা যা করার, সেটা করবেন। শুভ হোক আপনাদের যাত্রা এবং ফিরে আসা।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ, আপনার সামনে আমি খোলা সবুজ প্রান্তর ও জলরাশি দেখতে পাই। অনেক গাছপালা, ফল, নদী, পাখি, টিলা, পাহাড় ইত্যাদিও দেখি। আরও একটা জিনিস দেখি। এখন বলব? নাহ, বলছি না! আচ্ছা থাক, বলেই দিই। টাকাপয়সা। এসব তো গেল ভালো দিক। মন্দ দিকটা হলো এই যে চলতি সময়ে কারও সঙ্গে আপনার বেশ খানিকটা বিরোধ দেখা দিতে পারে। মাথায় জঞ্জাল থাকলে ভালো কিছু এনজয় করা যায় না। কাজেই দয়া করে অপরিষ্কার–নোংরা গ্লাসে পরিষ্কার পানিটা ঢালবেন না। লাভ হবে না।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
সুন্দর একটা সময়ের মধ্যে প্রবেশ করছেন আপনি। যেন প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা বাতাস আর ঝিরঝিরে বৃষ্টি।আহ! সপ্তাহটাই তো ভালো কাটবে। শুধু খেয়াল রাখতে হবে সুন্দর মুহূর্তগুলো যেন তুচ্ছ কারণে নষ্ট হয়ে না যায়। হবে না, যদি আপনি তা–ই চান। এককথায়, এ সময়ে আপনি কারও সঙ্গে কোনো রকম মনোমালিন্যে যাবেন না।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আপনার সম্পর্কে চলতি সপ্তাহে বিশেষ কিছু বলার নেই। এই জন্য যে চলতি সাতটি দিন আপনার মোটামুটি ভালোই কাটবে। কেবল জমানো টাকাটা হুড়হুড় করে বেরিয়ে যায় কি না...সেদিকে একটু নজর রাখবেন। ডিয়ার ভাই অ্যান্ড বোন, পকেট অ্যান্ড পার্সে ডায়রিয়া হলে উপায় থাকবে না। এর–ওর, অমুকের–তমুকের কারও স্যালাইনেই তখন কাজে আসবে না। অতএব, বুঝে চলবেন। পয়সাই জীবন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ঢাকার মিরপুরে এক তরুণ আছেন, যাঁর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে সিংহের যাবতীয় বৈশিষ্ট্য তাঁর মধ্যে রয়েছে। তিনি অঙ্ক নিয়েও ঘাঁটাঘাঁটি করেন। অঙ্ক বলতে অ্যাস্ট্রোলজি, নিউমারলজি ইত্যাদি। এই নিষ্ঠাবান তরুণের মাধ্যমে আমি সব সিংহ রাশির মানুষকে এই কথাই বলতে চাই যে:…এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে ধর গো/ আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
প্রিয়–অপ্রিয় জনপ্রিয় কন্যা, আপনার সামনে আমি দেখতে পাই আলো এবং কান্না-হাসির ঝরনা। সপ্তাহ ৪০:৬০। অর্থাৎ, ষাট ভাগই মিষ্টি চিনির শরবত। তাহলে তো আর বাকি চল্লিশ ভাগের চিন্তায় অস্থির হওয়ার মতো কিছু দেখা যায় না। এখন না হয় সামনে রাখা ওই মিষ্টি শরবতই একটু একটু করে চুমুক দিয়ে পান করতে থাকুন। পরেরটা পরে দেখা যাবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা রাশির চিত্রনির্মাতা হাসিবুর রেজা কল্লোল। সামনে তাঁর বড় বড় কিছু কাজ। কাজগুলো ঠিকমতো করতে পারলে প্রচুর টাকা, প্রচুর আনন্দ এবং প্রচুর যশ থাকলেও থাকতে পারে। মোটামুটি সব তুলা নারী-পুরুষের এ রকম একটা কিছুই হতে পারে বলে আমার মনে হচ্ছে। বাকিটা সিনেমার পর্দায় দেখে নিন। টিকিটের দাম যা-ই হোক। এই তো।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এই মুহূর্তে শাওন খানকে নিয়ে আমি যখন রাশি লিখতে বসেছি, তারিখটা তখন পয়লা মে, অর্থাৎ মহান মে দিবস। বুধবার। বাইরে প্রচণ্ড গরম। সাইক্লোনের পূর্বাভাসও আছে। বৃষ্টি আসবে কি না, সেটাই সবার তৃষ্ণার্ত প্রশ্ন। অথচ ওপরের দিকে চোখ তুলে তাকানোই যাচ্ছে না। তাহলেও মনের ভেতরটা মনে হলো যেন ঠান্ডা হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আহ, কী আরাম!… বৃশ্চিকের মাথায় আর যা কিছুরই অভাব থাক না কেন, বুদ্ধির কোনো অভাব নেই। কাজেই তাঁকে বুঝে নিতে হবে আমি কী বললাম।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু রাশির নারী–পুরুষ যে যেখানে আছেন, হাত তুলুন। ভালো খবর আছে। দুই–তিন বিন্দু খারাপ ইয়েও আছে। মাত্র দুই–তিন বিন্দু বললাম কিন্তু, এর বেশি নয়। বুঝতে পারলেন তো? বুঝে থাকলে এবারে হাত নামাতে পারেন।…আরাম করে বসুন এবার। শুধু চলতি সপ্তাহ নয়, বর্তমান সময়টাই আপনার জন্য ভালো। তাই বলে সৌভাগ্য তো আর আপনা থেকে এসে ধরা দেবে না। একটুখানি কষ্ট করে সুফলটা নিয়ে নিন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
প্রিয় কষ্টসহিষ্ণু মকর, চলতি সপ্তাহে আপনার আর যা কিছুই হোক না কেন, শরীরটা অন্তত ঠিক থাকবে। শরীর শুধু নয়, সেই সঙ্গে মনও ঠিক থাকবে। কাজেই নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনি গেয়ে উঠুন : ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়/ তোরা সব জয়ধ্বনি কর।…তাহলে প্রিয় মকর, ঘর থেকে বেরিয়ে পড়ুন। দুই হাত ভরে তুলে নিন কষ্ট ও আনন্দ।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ রাশির রাসেল। বয়স এখনো ৪০ হয়নি। কোনো এক বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ কাজে নিয়োজিত। ময়মনসিংহের সন্তান। আমি জানি, ওই এলাকা শুধু ফসলে নয়, শিল্পে–মননশীলতায়ও উর্বর। তো, রাসেলের মতো আপনি এবং আপনারা যাঁরা আছেন, তাঁরাও কৃষি, বাণিজ্য, শিল্প–সাহিত্য, চাকরি ইত্যাদিতে খুবই ভালো কাজ করতে পারবেন এবং তা করতে পারলে আমাদের এই রাশিফলটল তাঁদের আর পড়তে হবে না। সব ফল জমা হবে ঝুড়িতে এবং বস্তায়।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এই গরমে আপনি নিজেকে সতেজ রাখতে প্রচুর পানি নিশ্চয়ই পান করছেন। আপনি একা নন, আমরা সবাই তা–ই করছি। করতেই হবে, কেননা এ ছাড়া টিকে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। মানুষ, পশু–পাখি যে যার মতো ব্যবস্থা করে নিচ্ছে। তবে ঢাকার মতো শহর যেখানে আগুন লাগলে পানি পাওয়া যায় না, সেখানে পশু–পাখির অবস্থাটা বোধ হয় খুব একটা সুবিধাজনক নয়। তাতে কী যায়–আসে। আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। প্রিয় মীন, ধরুন আপনি একটা বাটিতে অল্প খানিকটা ওয়াসার বিশুদ্ধ পানি আপনার বারান্দায় যদি রেখে দেন, ওখানে একটি–দুটি তৃষ্ণার্ত পাখি উড়ে এসে বসতেও পারে। ব্যাপারটা কল্পনা করুন। দাউদ খান পন্নী নামে বিমানের এক অবসরপ্রাপ্ত পাইলট সম্প্রতি তাঁর ফেসবুকে বাটিতে পাখির পানি খাওয়ার একটি ছবি দিয়েছেন। আমি ওটা দেখি আর অপরাধবোধে ভুগি। আপনি?