আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
এ দেশে নিজের সম্পর্কে সহজে কেউ মুখ খুলতে চায় না। খুব সফল একজন মানুষকেও জিজ্ঞেস করুন তিনি কী করেন। উত্তর পাবেন, এই ছোটখাটো একটা জব করছি কিংবা টুকটাক ব্যবসা করছি; আর নয়তো শুনবেন, ১৪৮ পারসেন্ট বেকার আছি স্যার। এই শার্ট, টাই আর ট্রাউজার্সের দিকে তাকাবেন না। ওগুলো এক মালদার গার্লফ্রেন্ডের দান। আপনি তাকান আমার তলা-ক্ষয়ে যাওয়া এই ফুটপাত ব্র্যান্ড স্যান্ডেল জোড়ার দিকে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী আমার জবটা হয়ে যাক, মিষ্টিসহ আপনার ফি-টা এসে দিয়ে যাব। প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার নতুন কর্মযোগ দেখা যায়।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
প্রিয় বৃষ, অতিরিক্ত বাড়িয়ে চিন্তা করার নামই হচ্ছে দুশ্চিন্তা। আপনি ওটা যেমন করবেন না, তেমনই অতিমাত্রায় কমিয়েও চিন্তা করতে যাবেন না। কেননা, দুটোই আপনার জন্য সমান ক্ষতিকর। সবকিছুকেই অবজ্ঞা করার প্রবণতাকে আমরা ওভারকনফিডেন্স বলতে পারি। তাই ওখান থেকে ‘ওভার’ কথাটি বাদ দিয়ে দিন। অতিরিক্ত সবই খারাপ। এ সপ্তাহে ওপরের কথাগুলো আপনার জন্যে দারুণ প্রযোজ্য হবে।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
প্রিয় মহোদয় অ্যান্ড মহোদয়া, বেঠিক সময়ের সঠিক বার্তা: এই মুহূর্তে আপনার কোনটা চলছে, ঘুম না নিদ্রা? নিদ্রা হইতে ঘুম শ্রেয়। ঘুমের মধ্যে খোয়াব শ্রেয়। খোয়াবের ভিতর আবার খাওয়া-দাওয়াটাই নাকি সবচেয়ে উত্তম, যদিও এই খাওয়াটায় কখনো পেট ভরে না। আসলে, এ ক্ষেত্রে স্বপ্ন আপনার নিদ্রাকালীন একটা বিশেষ দৈহিক অবস্থা (ক্ষুধা) প্রতিফলিত করছে। ...খিদের চোটে আপনি তখন জেগে উঠে রেগে গিয়ে আমাকে খুঁজতে পারেন! (তাহলে কি খোয়াবনামায় হাত দিয়ে আমি একটা ভুলই করে বসলাম?!) আপনার চলতি সপ্তাহে আমার এই কথাগুলো মিলিয়ে নেবেন।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
জ্ঞানীরা বলেন, সবাই বলে, শুভস্য শীঘ্রম...শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু এই কথাটা কেউ কেন বলে না যে, খুব বেশি তাড়াহুড়ো করলে ভালো কাজটাও ভটাশ করে ফেটে ভন্ডুল হয়ে যেতে পারে! প্রিয় কর্কট, এই সাত দিন একটু ধীরে চলার নীতি গ্রহণ করুন।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
প্রিয় সিংহ, রাশি লিখতে গিয়ে বাসি পেঁচাল পাড়ার ব্যাডনেম আমার বরাবরই আছে। তাহলে বলি, প্রমিত বাংলা উচ্চারণকে যদি আমরা নাগরিক বাংলা উচ্চারণ বলি, তাতে কি পণ্ডিতদের খুব বেশি অসুবিধা হয়? ‘নাগরিক উচ্চারণ’...কথাটি সঠিক না হোক, অন্তত বুঝতে তো সুবিধা হয়। আপনি কী বলেন? এটা অবশ্য স্বীকার্য যে, আমাদের শহর-নগরে খুব কম লোকেই প্রমিত বা নাগরিক বাংলায় কথা বলেন। তাহলেও, আজকাল আমরা এমনকি শহর ছাড়িয়েও এ ব্যাপারে অনেক দূর এগিয়ে যেতে শুরু করেছি। ভারি রাশির সচেতন জাতক, আপনাকে এতসব বোঝানো নিষ্প্রয়োজন। ভালোই কাটবে সপ্তাহ।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
প্রিয় কন্যা, খড়ের তৈরি লম্বা গোঁফ লাগিয়ে, মঞ্চের ওপর বসিয়ে অনায়াসেই আপনাকে আমি রাজা সাজিয়ে দিতে পারি। কিন্তু রাজার ভূমিকায় অভিনয় করার মতো রাজকীয় ব্যক্তিত্ব তো আপনার থাকা চাই। আর মনে রাখুন, ব্যক্তিত্ব বিকাশের চর্চা কিন্তু সব মানুষের পক্ষেই করা সম্ভব। তাই আমার অনেক আগের সেই কথাটাই পুনশ্চ বলি, আপনার রাশি হোক যাহা তাহা, শির হোক উঁচু। শির যাঁর উন্নত, সৌভাগ্য হবে তাঁর পদানত! পাঠক, শির উন্নত হয় কিসে?—হয় জ্ঞান, শিক্ষা, সততা, উদারতা, দেশপ্রেম ও সাহসিকতায়। এ ছাড়া মহৎ জীবন লাভের বিকল্প পথ যদি থাকত...আমরা নিশ্চয়ই আপনাকে তা বলতে পারতাম। বেশি জ্ঞান দিলাম বলে আমাকে গালাগালি করবেন না যেন।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
একজন বললেন, আজকাল মানুষের চেয়ে নাকি ঘাস, আকাশ, মাটি, জলের সঙ্গে থাকাটা অনেক সময় বেশি
আনন্দের। আমি তো এই কথাটির সঙ্গে দ্বিমত পোষণ করতে পারিনি। জানি, আপনিও পারবেন না।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
বোন ও ভায়েরা আমার, আপনারা সবাই এ সপ্তাহে আছেন অতি শুভ সেই সংখ্যা ৭-এর ঘরে। এরপর যদিও তেমন কিছু আর বলার থাকে না, তবুও বলি, সবার মন ভালো রেখে চলুন, আপনি নিজেও ভালো থাকুন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
চলতি সপ্তাহে আপনি যথারীতি ব্যস্তই থাকবেন, তবে খুব একটা ক্লান্ত হয়ে পড়বেন বলে মনে হয় না। এটা কি একটা সুখবর নয়? সুখবর আজকাল আগের মতো কে আর কাকে এনে দেয়!
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
রবীন্দ্রনাথ বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া। ওদিকে সলিল চৌধুরীর লেখা ও সুর করা গান রয়েছে, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে...একটু মন দিয়ে শুনলে অন্যের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে আপনি একাত্ম করে নিতে পারবেন। ভুলে যেতে পারবেন সব স্বার্থপর চিন্তা। আপনি একজন স্বার্থশূন্য মানুষ হলেও কথাগুলো নতুন করেই না হয় আজ শুনলেন।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
আমি স্বপ্নে বিশ্বাস করি না, আশাতেও নয়। আমি ভরসা রাখি ওই বিশ্বাসে। স্বপ্ন, আশা ইত্যাদি হয় ভঙ্গুর। বারে বারে কেবলই ভেঙে যায়। পক্ষান্তরে, বিশ্বাস শব্দটার মধ্যেই আছে একটা অনড় ভাব। বিশ্বাস একবার জন্মালে সহজে আর ভাঙে না। তাই আশা নয়, স্বপ্ন নয়, অলস কল্পনাও নয়, ভর রাখুন আপনার দৃঢ় ইচ্ছা এবং বিশ্বাসের ওপর। তখন দেখবেন, রাশিফল পড়ার আর প্রয়োজনই হচ্ছে না।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
কখনো কখনো কোনো বিশেষ ঘটনায় নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও আমরা হয়তো বলি: আমি কেমন করে এই কাজটা করতে পারলাম কিংবা অমুকে প্ল্যান করে কীভাবে ওই অন্যায়টা করল! সত্যি, মানুষের ইচ্ছা-নির্দেশিত অপরাধের চেয়ে মর্মান্তিক আর কিছুই হতে পারে না। তবুও সবাইকে এ সপ্তাহে ক্ষমা করতে চেষ্টা করবেন।