আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আপনার রাশিফল লিখতে গিয়ে শুরুতেই একটু নিজের গপ্পো করি: আমি একজন অগোছালো মানুষ। আমার লেখা একটি গান আছে যার শিরোনাম হচ্ছে ‘এলোমেলো’। গানটির সুর নকীব খানের। একদা টিভিতে গেয়েছিলেন নাফিস কামাল নামের এক তরুণ শিল্পী। চাইলে ইউটিউব থেকে খুঁজে নিয়ে শুনে দেখতে পারেন আপনি। যা-ই হোক, আমার কাছে কেউ যদি কোনো দিন আসেন...তাহলে তিনি যেন চোখ গোল করে না তাকান...এই একান্ত অগ্রিম অনুরোধ করে রাখলাম। ছোটবেলা থেকেই আমি একজন দিনমজুর। সকালে ঘুম ভাঙলে চোখ মেলে বলি: ধন্যবাদ। আজ আমার একটি নতুন জীবন শুরু হলো। নিজের ভবিষ্যৎ আমার জানতেই ইচ্ছা করে না, যদিও অন্যের ভবিষ্যৎ বলার কাজ আমি বেছে নিয়েছি। প্রিয় মেষ, চলতি সাত দিন আপনার কাটবে বেশির ভাগ আনন্দঘন নাটকীয়তার মধ্য দিয়ে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
কিশোর বয়সে কলকাতার একটি ম্যাগাজিনে একটা দুই পর্বের কার্টুন ছবি দেখেছিলাম। কার্টুনটি হচ্ছে, এক ধনী বৃদ্ধের মৃতদেহ আর তার পাশেই ‘উইল’ লেখা একটি বাক্স। ঘরভর্তি বৃদ্ধের উত্তরাধিকারী পরিবার-সদস্যরা বাক্সটির প্রতি প্রচণ্ড আগ্রহের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বাক্স খুলে দেখা গেল, সাদা কাগজে আঁকা বিশাল একটা বুড়ো আঙুল। সম্পত্তি লাভ-করা ও সম্পত্তিবঞ্চিত বৃষ, চলতি সপ্তাহে আপনার লাভ ছাড়া কোনো ধরনের ক্ষতি দেখতে পাই না।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ব্যাংক পেশায় নিয়োজিত রিমি ও মুন্না...সদ্য স্বামী-স্ত্রী হয়েছে। দুজনেই এখন আহ্লাদে আটখানা। নবদম্পতিদের যা হয় আরকি। দুজনে উড়ে উড়ে গায়ে বসন্তের হাওয়া লাগাচ্ছে। এ-ডাল থেকে ও-ডালে গিয়ে বসছে। এদের মধ্যে রিমি হচ্ছে মিথুন রাশির জাতক। মুন্নার রাশি কী মনে নেই। চলতি সপ্তাহে প্রাসঙ্গিক ক্ষেত্রে মিথুন নারী-পুরুষের বিবাহযোগ দেখতে পাই। আহ, কাচ্চি বিরিয়ানির সুগন্ধ পাচ্ছি। আপনি পাচ্ছেন?
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট জাতকের মধ্যে প্রবল কল্পনাশক্তি ও বাস্তবের সংমিশ্রণ দেখা যায়। এঁরা সফল শিল্পী থেকে শুরু করে বিশাল শিল্পপতিও হওয়ার ক্ষমতা রাখেন। তাহলে প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনি শিল্পী কিংবা ব্যবসায়ী হিসেবে দুর্দান্ত কাজ দেখাবেন। কর্কট খেলোয়াড়দের কথা এখানে বিশেষভাবে প্রযোজ্য। প্রসঙ্গত, একজন খেলোয়াড় ও শিল্পীর মধ্যে বিশেষ তফাত নেই।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ইতিমধ্যে প্রকাশিত পুরোনো একটি রাশিফলের পুনরাবৃত্তি করা আজ প্রয়োজন মনে করছি: যদি প্রাণী হিসেবে বিচার করি তো তথাকথিত ‘পশুরাজ’ পুরুষ সিংহের চাইতে কাপুরুষ ও স্বার্থপর দ্বিতীয়টি নেই (দ্রষ্টব্য: অ্যানিমেল প্ল্যানেট/ডিসকভারি)। তবে সিংহ রাশির জাতকদের ব্যাপারটা আলাদা। সিংহ আত্মকেন্দ্রিক হলেও স্বার্থপর নন। নিজ স্বার্থ ত্যাগ করে বরাবরকার মতো সিংহ এ সপ্তাহে সবার কাছে এক বিশাল কেন্দ্রীয় চরিত্রে পরিণত হবেন। কী, খুশি তো?
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কলকাতার কণ্ঠশিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান সেই ছোটবেলা থেকেই আমার ভীষণ প্রিয়: কাজল নদীর জলে/ ভরা ঢেউ ছলছলে/ প্রদীপ ভাসাও কারে স্মরিয়া/ সোনার বরণী মেয়ে/ বলো কার পথ চেয়ে/ আঁখি দুটি ওঠে জলে ভরিয়া।...প্রিয় অপ্রিয় জনপ্রিয় কন্যা, আপনার চলতি সপ্তাহ কাটবে অতীত স্মৃতির পথে পথে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ইচ্ছা ছিল ‘আজি এই ভরা বসন্তে’ তুলা পাঠককে একটুখানি তুলাধোনা করব। পরে ভেবে দেখলাম ব্যাপারটা একটু ইয়ে অর্থাৎ বিপজ্জনক হয়ে যায়। আমি তো ঢাকাতেই থাকি। তুলার হাতে পড়লে পাল্টা তুলাধোনা হওয়ার আশঙ্কা আছে...আমি ধনু হই আর যা-ই হই। তাহলে শুনুন, চলতি সপ্তাহটা তুলার কাটবে বেশির ভাগ রোমান্টিক আনন্দে। এবারে নিন, আয়নার সামনে দাঁড়িয়ে মারুন একটা বিশ্ব-ভোলানো দাঁত বের করা হাসি।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আপনার জন্য প্রাচীন একটি উর্দু গজল পেশ করতে গিয়ে থমকে গেলাম। উর্দুর চর্চা যাদের নেই তাদের কাছে এই ‘শের’ বা কবিতা অবোধ্য হয়ে যাবে। কাজেই, গদ্যে বাংলাটা দিয়ে দিচ্ছি: আমার দুচোখ বন্ধ ছিল কারও স্মরণে। আমি এত গভীর ধ্যানে মগ্ন ছিলাম যে মৃত্যু এসেও আমাকে মৃত ভেবে ধোঁকা খেয়ে ফিরে গেল। সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া একটি বাংলা গান আছে, যেটা ওই উর্দু শের থেকে নেওয়া বলে আমি নিশ্চিত: তোমায় দেখে যে চোখ পলকহারা/ মৃত্যু এসেও জানি পাবে না সাড়া।। প্রিয় বৃশ্চিক, প্রিয়জনকে নিয়ে ভাবনায় ভাবনায় আপনার এই সাত দিন চলে যাবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
গান আমরা সবাই ভালোবাসি। সংগীতের আকাশে একাধিক সূর্য চাঁদ ও নক্ষত্রের মতো উদ্ভাসিত যাঁরা...তাঁদের মধ্যে কয়েকজন হচ্ছেন আমার কিশোর বয়সের জিম রিভস, ফ্রাংক সিনাত্রা, প্যাট বুন, পল আংকা, ক্লিফ রিচার্ড (ও সামার ওয়াইন), কনি ফ্রান্সিস, হ্যারি বেলাফন্টে প্রমুখ। জিম রিভস ছিলেন এঁদের মধ্যে এক অনন্য কণ্ঠস্বরের অধিকারী শিল্পী। এঁর গাওয়া একটি গান আজও ভুলতে পারি না: হু কামস উইথ মারি শুজ/ টু টেল ইয়োর ব্রেকফাস্ট ইজ গেটিং কোল্ড/ ইটস মাই গ্র্যান্ডচাইল্ড, ইটস মাই বয়, ইটস মাই বয়।।...গদ্যে বাংলায় বলতে গেলে মোটামুটি এ রকম: কাদামাখা জুতা পরে পিচ্চিটা আসে, আমাকে বলে তোমার নাশতা ঠান্ডা হয়ে যাচ্ছে। এ আমার ধুলোমাখা ছোট ছেলে, ভালোবাসাময়।...প্রিয় ধনু, চলতি সপ্তাহ আপনার কাটবে চরম ও পরম আনন্দে। তখন কি আর আমার কথা মনে থাকবে?
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আন্তর্জাতিকভাবে খ্যাত ভারতের চিত্রনির্মাতা প্রয়াত ঋত্বিক কুমার ঘটক বলতেন, একটা চলচ্চিত্র কিংবা বইয়ের অর্থাৎ যেকোনো শিল্পকৃতির নতুন-পুরাতন বলে কিছু নেই, আছে শুধু ভালো অথবা মন্দ। সাহিত্যিক ডি. এইচ লরেন্সের প্রায় এ রকমই একটা বিখ্যাত উক্তি আছে: সাহিত্যে শ্লীল বা অশ্লীল বলে কিছু নেই। আছে কেবল ভালো কিংবা মন্দ। কথাটা বুঝতে হলে আপনাকে কিছুক্ষণ ভাবতে হবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন...যাদেরকে এসব কথা বোঝাতে যাওয়াটা অবান্তর। সে যা-ই হোক প্রিয় মকর, চলতি সপ্তাহে আপনাকে ভালো এবং মন্দকে চিহ্নিত করে চলতে হবে। এই তো।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
বেশির ভাগ লোকে আদাকুচিকে কাশির ওষুধ হিসেবে জানেন। শুনুন, বেশি আদা খেলে পেটে গ্যাস হয়। সর্দি কাশির মহৌষধ হচ্ছে ৬ হাজার বছর আগেকার একটি চীনা হারবাল পদ্ধতি...চা+তেজপাতা। তেজপাতা মেশানো চা একেবারে অব্যর্থ। গোটা পশ্চিমা বিশ্ব যখন হারবাল মেডিসিন, হেলদি ফুড ইত্যাদির দিকে চলে যাচ্ছে...আমরা তখন সিনথেটিক বা কৃত্রিম ওষুধপথ্যের আরও গভীরে ঢুকে পড়ছি। অথচ ভেষজ চিকিৎসাশাস্ত্রে আমাদের আছে এক চমকপ্রদ প্রাচীন ঐতিহ্য। গ্রামে-গঞ্জে কবিরাজি, হেকিমি ইত্যাদি পদ্ধতি এখনো জনপ্রিয়। আমার সদ্য প্রকাশিত বই ভাগ্য জানার উপায়-এ এসব আলোচনা পাবেন। এই বইয়ে বিশেষ একটি অধ্যায় আছে: ভাগ্যের ওপর খাদ্যের প্রভাব। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। সুন্দরভাবে বাঁচুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
বুঝি টাকার অঙ্কে মানুষের দাম হয়/ মানুষের চেয়ে টাকা বড় তবে/ বড় তবে নিশ্চয়।।...প্রিয় সাপ্তাহিক মীন, চলতি সপ্তাহে ওপরের ছড়ার মতোই কিছু অভিজ্ঞতা হবে আপনার। কানে কানে বলি, হৃদয়ঘটিত কায়-কারবারে সাবধান থাকুন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী