আপনার রাশি: কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আমার ঘনিষ্ঠ এক সিনিয়র সেনা কর্মকর্তা আছেন। তাঁর ডাকনাম ‘বাবু’। খুব রসিক মানুষ। আমাকে সুন্দর সুন্দর টেক্সট পাঠান। নিচে নিজের নাম লেখেন ‘সাধারণ বাবু’। প্রিয় মেষ আপনি জানেন, জেনারেলের মানে হচ্ছে সাধারণ। খুব ভালো থাকবেন প্রিয় মেষ। আপনার পজিটিভ একগুঁয়েমি আপনাকে সামনে নিয়ে যাবে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

প্রফুল্ল নাটকের একটি বিখ্যাত সংলাপ আছে। মঞ্চে সেটি উচ্চারণ করেছিলেন নাট্যাচার্য শিশির ভাদুড়ী। এঁরই শিষ্য ছিলেন সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সংলাপটি হচ্ছে—আমার সাজানো বাগান শুকিয়ে গেল! প্রিয় বৃষ, আপনার সাজানো বাগান শুকাবেন না। নিশ্চিন্ত থাকুন!

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

ধরে থাকুন। ধরে রাখুন। থাকবে। পারবেন!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

এত বিষণ্ণ হলে তো চলবে না কর্কট! তোমাকে যেতে হবে দূর বহুদূর।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহীকে বলছি, শাবকের নাম রেখেছেন ‘অরিত্র’। অরিত্র শব্দের অর্থ পৃথিবী। এর চেয়ে সুন্দর নাম তো আর হয় না। জয় হোক!

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে সুবীর সেনের গাওয়া সেই গানটি কিশোর বয়স থেকেই আমার খুব প্রিয়—‘হয়তো তোমার অনেক ক্ষতি করেছি/কাছে এসে, ভালোবেসে/...তবু জেনো ওগো তোমার ক্ষতি তো চাইনি/শুধু তোমার পথের পথ খুঁজে দিতে/পথ খুঁজে আমি পাইনি।’ খুঁজে পেলে গানটি এ সপ্তাহে শুনুন। ভালো লাগলেও লাগতে পারে।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

চলতি সপ্তাহে তুলার জন্য আমার লেখা একটি নতুন গান নিবেদন করি—‘তুলি ও তুলার আঁচড়ে যেন এক নবদিগন্ত জাগে।’

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

আমরা কাল যা দেখি, দূরদর্শী বৃশ্চিক আজ তা দেখেন। কল্যাণ হোক বৃশ্চিকের!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

এই রাশিফলটি মূলত দূরপাল্লায় যাঁরা ভ্রমণ করেন তাঁদের জন্য। এঁদের মধ্যে জনৈক সৌরভ মোদককে আমি জানি। টোটাল ভবঘুরে। কতবার বলেছি, কিডনি দুটির দিকে একটু খেয়াল রাখুন। ভদ্রলোক হেসে উড়িয়ে দেন। আমি তাঁকে ডায়াপার ব্যবহার করার পরামর্শ দিয়েছি। প্রিয় ধনু, আপনি বলুন পরামর্শটা কি খারাপ?

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চলতে চলতে মকর যেন কোথায় গিয়ে থামেন। অত্যন্ত শুভ তাঁর এই যাত্রা এবং থামা।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

ক্রিকেট ম্যাচ দেখুন। আপনি ফিল্ডিং করছেন। হাত থেকে ক্যাচ ফসকে গেছে। কী বিতিকিচ্ছিরি ব্যাপার! তবুও চিন্তা নেই, ম্যাচ জিততেও পারেন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

যাঁরা লেখালেখি করেন এবং গার্মেন্ট ব্যবসায় জড়িত, তাঁদের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। অন্যদের জন্যই বা কেন হবে না! সুবাহ জরুর আয়েগি। এর বাংলা হচ্ছে, প্রথম আলো নিশ্চয়ই ফুটবে।