কাওসার আহমেদ চৌধুরীর ‘আপনার রাশি’

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

চলতি সপ্তাহে এই গানটি খুঁজুন তো: সেদিন যে দুটি চোখ ব্যথা নিয়ে ফিরে গেল/ বহুদিন পর সে কি স্বপ্নে আবার ফিরে এলো?...গানটি আপনার সাপ্তাহিক বার্তায় যোগ হতে পারে হয়তো।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

মীন রাশির কারও সঙ্গে এ সপ্তাহে আপনার সংঘাত হতে পারে। তবে, ওই সংঘাত এড়িয়ে চলা সম্ভব।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

দেখি, নিয়তি আর কত নিষ্ঠুর হতে পারে। চলতি সপ্তাহে এই হোক মিথুন তোমার সংলাপ।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

এটা বিজয়ের মাস। এখন আপনারও বিজয় হবে—এই বিশ্বাস রাখুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

একটি শিশুর গায়ে তার মা চাপড় দেয় আর বলে: তাত্তাপুতু তাত্তাপুতু জজম জজম! আর, বাবা বলে: কচর ম ম কচ! সব মা-বাবারই এমন করেন। আপনি মা কিংবা বাবা হলে এ ধরনের কিছু করে থাকতে পারেন। এই তো জীবনের আনন্দ!

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আপনার উচ্চাশা আছে। এই উচ্চাশা আপনাকে শীর্ষে পৌঁছে দেবে।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলা রাশি একদিকে বজ্রকঠিন, অন্যদিকে একান্তই নরম। জয় হোক আপনার তুলা

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

সামনের প্রতিবন্ধকগুলো অল্প চেষ্টায়ই পার হয়ে যেতে পারবেন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

চলতি সময়টা ধনু কাটাবেন হরাইজন্টাল অর্থাৎ অনুভূমিক অবস্থায়। কিছু কষ্ট কিছু আনন্দ।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

চলতি সপ্তাহে সব মকরের জয়গান গেয়ে যেতে চাই। প্রার্থনা করি, মকরের মনের ইচ্ছা পূর্ণ হোক।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

কুম্ভকে আর ঠেকিয়ে রাখা গেল না! সে যা চায়, তা-ই যেন পায়।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

‘বৃষ হইতে সাবধান।’ অল্প একটু সাবধান। বেশি নয়। হবে জয়।