তারকাদের এসব পোষা প্রাণীর খ্যাতি মালিকের চেয়েও কম নয়

তারকাদের ওপর পাদপ্রদীপের আলো থাকে সারাক্ষণ। সেই আলো কখনো কখনো গিয়ে পড়ে তাঁদের পোষা প্রাণীর ওপরও। সেটাই সম্প্রতি আবার মনে করিয়ে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি আর গল্পের সূত্রে জেবু এখন তারকা। বিশ্বজুড়ে এমন নজির কম নয়। অনেক সময় তারকাদের পোষা প্রাণীরা শুধু সঙ্গী হয়ে থাকেনি, বরং নিজেরাই হয়ে উঠেছে জনপ্রিয় সংস্কৃতির অংশ। চলুন, তেমনই কিছু তারকা পোষা প্রাণীর গল্প জেনে নেওয়া যাক।

অড্রে হেপবার্নের কুকুর

বিখ্যাত হলিউড তারকা অড্রে হেপবার্নের কুকুরটির নাম ছিল ‘মিস্টার ফেমাস’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিখ্যাত হলিউড তারকা অড্রে হেপবার্নের কুকুরটির নাম ছিল ‘মিস্টার ফেমাস’। হেপবার্ন কুকুরটিকে এতই ভালোবাসতেন যে ১৯৫৭ সালের ‘ফানি ফেস’ সিনেমার একটি দৃশ্যে পোষা প্রাণীটিকে সঙ্গে নিয়েই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন। মিস্টার ফেমাসের জনপ্রিয়তায় সে সময় হলিউডে ইয়র্কশায়ার টেরিয়ারের চাহিদাও হঠাৎ বেড়ে গিয়েছিল।

এলভিস প্রেসলির শিম্পাঞ্জি

রক অ্যান্ড রোল কিং এলভিস প্রেসলির পোষা প্রাণীদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল শিম্পাঞ্জি ‘স্ক্যাটার’
ছবি: এলভিস ডটকম

রক অ্যান্ড রোল কিং এলভিস প্রেসলির পোষা প্রাণীদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল শিম্পাঞ্জি ‘স্ক্যাটার’। ‘দুষ্টামি’ আর ‘বিশৃঙ্খলা’র জন্য প্রায়ই আলোচনায় থাকত স্ক্যাটার। একসময় এতটাই দুরন্ত হয়ে উঠেছিল যে এলভিস ওকে সফরে নেওয়া বন্ধ করে দেন এবং নিজের গ্রেসল্যান্ড এস্টেটেই রেখে দেন।

আরও পড়ুন

কার্ল ল্যাগারফেল্ডের বিড়াল

বিখ্যাত জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের সাদা লোমশ বিড়াল ‘শুপেত’ নিজেই এক ফ্যাশন আইকন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিখ্যাত জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের সাদা লোমশ বিড়াল ‘শুপেত’ নিজেই এক ফ্যাশন আইকন। একসময় আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের পাতায় ওর উপস্থিতি ছিল নিয়মিত, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তসংখ্যা লক্ষাধিক।

ল্যাগারফেল্ড একবার জানিয়েছিলেন, একটি বিড়ালের সঙ্গে এমন গভীর সম্পর্ক হবে, তা তিনি কখনো ভাবেননি। ২০১৯ সালে মনিবের মৃত্যুর পরও বেশ বিলাসবহুল জীবন যাপন করছে শুপেত।

ওবামা পরিবারের কুকুর

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের পর্তুগিজ ওয়াটার ডগ ‘বো’ ও ‘সানি’ হোয়াইট হাউসের ছিল সবার প্রিয়
ছবি: উইকিমিডিয়া কমনস

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারের পর্তুগিজ ওয়াটার ডগ ‘বো’ ও ‘সানি’ হোয়াইট হাউসের ছিল সবার প্রিয়। হোয়াইট হাউস ছাড়ার আগের দিন একটি ভিডিও শেয়ার করেছিলেন মিশেল ওবামা। তাতে বো ও সানির উপস্থিতি আজও অনেকের মনে আছে।

অপরাহ উইনফ্রের কুকুর

অপরাহ উইনফ্রের কুকুর পাঁচটি—স্যাডি, সানি, লায়লা, লুক ও লরেন
ছবি: অপরাহ ডটকম

মার্কিন টেলিভিশন উপস্থাপক ও উদ্যোক্তা অপরাহ উইনফ্রের কুকুর পাঁচটি—স্যাডি, সানি, লায়লা, লুক ও লরেন। কুকুরগুলো অপরাহর কাছে শুধুই পোষা প্রাণী নয়, অপরাহ ওদের বলেন ‘লোমশ ছোট মানুষ’। এমনকি ওদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কোটি ডলারের ট্রাস্ট ফান্ড থাকার কথাও শোনা যায়।

আরও পড়ুন

জর্জ ক্লুনির শূকর

হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনির জীবনে সবচেয়ে আলোচিত পোষা প্রাণী ছিল ভিয়েতনামিজ পটবেলি শূকর ‘ম্যাক্স’
ছবি: এক্স থেকে

হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনির জীবনে সবচেয়ে আলোচিত পোষা প্রাণী ছিল ভিয়েতনামিজ পটবেলি শূকর ‘ম্যাক্স’। প্রায় ৩০০ পাউন্ড ওজনের এই শূকর নিয়ে আলোচনার কমতি ছিল না। ক্লুনির বিছানায় ঘুমানো থেকে শুরু করে দরজার সামনে শুয়ে পথ আটকানো—সব মিলিয়ে ম্যাক্স ছিল একেবারে ঘরের কর্তা।

প্যারিস হিলটনের কুকুর

প্যারিস হিলটনের নামের সঙ্গে একসময় অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল ‘চিহুয়াহুয়া টিঙ্কারবেল’
ছবি: প্যারিসহিলটন ডটকম

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও রিয়েলিটি টিভি তারকা প্যারিস হিলটনের নামের সঙ্গে একসময় অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল ‘চিহুয়াহুয়া টিঙ্কারবেল’। ১৪ বছর ধরে হিলটনের সঙ্গী কুকুরটি যেন হয়ে উঠেছিল তাঁর স্টাইলের অংশ।

টিঙ্কারবেলের মৃত্যুর পরও হিলটনের পোষা প্রাণীর প্রতি ভালোবাসা কমেনি। এখন তাঁর আছে একঝাঁক ছোট আকারের কুকুর, যাদের জন্য বানানো হয়েছে এসি, হিটার, ডিজাইনার আসবাব আর বাগানমুখী বারান্দাসহ আলাদা দোতলা ‘ডগ ম্যানশন’।

আরিয়ানা গ্রান্ডের কুকুর

মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে ৯টি কুকুর উদ্ধার করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে ৯টি কুকুর উদ্ধার করেছেন। উদ্ধারের পর পোষ্য হিসেবে রেখে দিয়েছেন নিজের কাছে। কনসার্ট ট্যুরে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে ওরা আরিয়ানার সঙ্গী হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওরা তুমুল জনপ্রিয়।

কনসার্ট ট্যুরসহ বিভিন্ন জায়গায় পোষা কুকুর সঙ্গী হয় আরিয়ানার
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ভোগ

আরও পড়ুন