নেপালের ফাকালপুর গ্রামে এক সকাল
হিমালয়ের পাদদেশের প্রত্যন্ত গ্রাম ফাকালপুর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও হিমালয়ের দেশ নেপালে এখনো শীত ‘নামেনি’। সকালে একটু হিমশীতল বাতাস শুধু জানান দেয় যে শীত বেশি দূরেও নেই। কাঠমান্ডু থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে, ধানগড়ি জেলার একটি গ্রাম ফাকালপুর। সেখানে ঘরে-বাইরে সবখানেই নারীর দাপুটে উপস্থিতি। এমন কোনো কাজ নেই, যা তাঁরা করেন না। ৭ নভেম্বর সকালে ক্যামেরা হাতে সেই গ্রামে গিয়ে হাজির হয়েছিলেন সাবিনা ইয়াসমিন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০