দেখে নিন শাহরুখের ২০০ কোটির বাড়ির অন্দরসজ্জা

১৯৯৭ সালে জুহি চাওলাকে নিয়ে ‘ইয়েস বস’ ছবির শুটিং করেন শাহরুখ। শুটিং হয়েছিল ভারতের মুম্বাইয়ের বান্দ্রার ‘ভিলা ভিয়েনা’ নামের একটা বাড়িতে। তখনই শাহরুখ মনে মনে ঠিক করেছিলেন, বাড়িটি তিনি কিনবেন। ২০০১ সালে তিনি ১৩ কোটি ৩২ লাখ রুপি দিয়ে বাড়িটি কেনেন। ২০২০ সালে সেই বাড়ির দাম দাঁড়ায় ২০০ কোটি রুপি। দেখে নেওয়া যাক ‘মান্নাত’ নামের বিখ্যাত বাড়িটির কিছু ছবি।
১ / ১৬
২০০৫ সালে ‘ভিলা ভিয়েনা’ নাম বদলে শাহরুখ তাঁর বাড়ির নাম রাখেন ‘মান্নাত’। এটিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাড়ি বললে বাড়াবাড়ি হবে না
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
২ / ১৬
ঈদ, জন্মদিন বা বিশেষ দিনে শাহরুখ ভক্তদের দেখা দেন
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৩ / ১৬
শাহরুখের এই বাড়ি একটি দর্শনীয় স্থানও বটে। প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান শাহরুখের বাড়িটির সামনে। ভাগ্য ভালো থাকলে দেখা মেলে শাহরুখেরও। বাড়ির অন্দরের ছবি
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৪ / ১৬
২৬ হাজার ৩২৮ বর্গফুটের এই বাড়িতে শাহরুখ ২১ বছর ধরে থাকছেন। দীপাবলিতে বাড়ির ছাদে সুহানা ও গৌরি
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৫ / ১৬
এই বাড়ির নিরাপত্তাব্যবস্থা খুবই উন্নত। সম্প্রতি নিয়ম ভেঙে শাহরুখ এই বাড়িতে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। জুতা আর প্রসাধনীর সঙ্গে গৌরি
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৬ / ১৬
শাহরুখ জানিয়েছেন, বাড়িটি তাঁর খুবই প্রিয়। তিনি অভাবে পড়লে সবকিছু বিক্রি করে দিতে পারবেন। কিন্তু এই বাড়ি নয়। এটি শাহরুখের একটি বসার ঘর
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৭ / ১৬
‘ভোগ ইন্ডিয়া’র কভার হয়েছে শাহরুখের বাড়ির অন্দরের ছবি দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৮ / ১৬
বাড়িটি একাধিকবার ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে ঠাঁই পেয়েছে
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
৯ / ১৬
শাহরুখ বাড়িটি কিনেছিলেন নারিমান কে দুবাসের কাছ থেকে। তিনি বাই খোরশেদ বানু সানজানা ট্রাস্টের একজন ট্রাস্টি। ঘরের দেয়ালের শোভা বাড়িয়েছে নানা ছবি
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
১০ / ১৬
ছয়তলা এই বাড়িতে অন্তত আড়াই শ মানুষ দিব্যি থাকতে পারে। কিন্তু শাহরুখরা থাকেন সর্বসাকল্যে ২৪ জন। শাহরুখ, গৌরি, তাঁদের তিন সন্তান— সুহানা, আরিয়ান, আব্রাম ও শাহরুখের ছোট বোন শেহনাজ। এ ছাড়া মেকাপম্যান, সহকারী, রাঁধুনি, মালি, নিরাপত্তারক্ষী, দেহরক্ষী মিলে আরও ১৮ জন থাকেন
ইনস্টাগ্রাম
১১ / ১৬
শাহরুখের বাড়ির সামনে রয়েছে বাগান। বক্সিং রিং, টেনিস কোর্ট আর পুল
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
১২ / ১৬
শাহরুখের বাড়িটি খুবই বিখ্যাত। এটি বিশ্বের সবচেয়ে দামি ১০ বাড়ির একটি। বাড়ির ভেতরে শাহরুখ ও গৌরি
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
১৩ / ১৬
এই বাড়িতে রয়েছে বেশ কয়েকটি শোবার ঘর, বসার ঘর, শাহরুখের অফিস, জিমনেসিয়াম, লাইব্রেরি, হোম থিয়েটার, পুল, টেবিল টেনিস ও বিলিয়ার্ড খেলার ঘরসহ নানান আয়োজন। সাজঘরে গৌরি
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
১৪ / ১৬
গত শতকের বিশ দশকের হেরিটেজ, ইতালীয় আর্কিটেকচার, নিও ক্ল্যাসিক্যাল উপাদান, ভিনটেজ ও আধুনিকতার ছোঁয়া রয়েছে অন্দরসজ্জায়
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
১৫ / ১৬
সবাই নিজ পছন্দ আর সুবিধামতো ধারণা দিয়েছেন। সে অনুযায়ী অন্দরসজ্জা হয়েছে।
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল
১৬ / ১৬
ডিজাইনার। তিনি প্রায় এক দশক ধরে এই বাড়ির প্রতিটি ফ্লোরের ডিজাইন করেছেন তিনি। সঙ্গে ছিলেন আর্কিটেক্ট–ডিজাইনার কাইফ ফাকুইহ্। নিজের ছবির গান ছেড়ে ব্যায়াম করছেন শাহরুখ। পর্দায় চলছে ‘ওম শান্তি ওম’ ছবির ‘দারদে ডিসকে’
ছবি: ইনস্টাগ্রাম হ্যান্ডল