default-image

ভাগনির বাসায় বেড়াতে গিয়েছিলেন নাসরীন হক। পেশায় তিনি একজন গৃহিণী। দেখলেন, ছাদে পুরোনো দিনের দুটি চেয়ার পড়ে আছে। খোঁজ নিয়ে জানতে পারলেন, সেগুলো তার ভাগনির দাদাশ্বশুরের। চেয়ার দুটির নকশা নাসরীন হককে বেশ টানল। যেহেতু ওরা ব্যবহার করছে না, তাই ভাগনির কাছ থেকে চেয়ে নিলেন চেয়ারগুলো। এরমধ্যে একটার পায়া ছিল ভাঙা , যে কারণে একসঙ্গে রাখা যাচ্ছিল না। তখন দুটি চেয়ার জোড়া লাগিয়ে সাদা রং করে নাসরীন হক বানিয়ে ফেললেন বসার ঘরের বেঞ্চ।

গৃহসজ্জা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন