বাড়ি বানানোর আগে সদর দরজা নিয়ে আলাদা ভাবনা আছে তো?

কোন ঘরে কেমন আসবাব, দরজার নকশা কী হবে, জানালার পর্দার রং ঠিক আছে কি না—নিজের একটা বাড়ি তৈরির সময় কত ভাবনা! কিন্তু বাড়ির সদর দরজা বা প্রধান ফটক? সেটা নিয়ে আলাদা ভাবনা আছে তো? বাড়ির সদর দরজা নিয়েও চলছে নানা নিরীক্ষা। এ ধরনের কিছু খবর জানালেন সামিয়া শারমীন

বাড়ির মূল ফটক শুধু নিরাপত্তাই দেয় না, আপনার রুচির পরিচয়ও বহন করেছবি: প্রথম আলো

বাড়ির মূল ফটক শুধু নিরাপত্তাই দেয় না, আপনার রুচির পরিচয়ও বহন করে। এই সদর পেরিয়েই বাড়ির অন্দরে প্রবেশ করবেন সবাই। নিজেরা তো বটেই, আপনার বাড়িতে আসা অতিথিও প্রথম দেখবেন আপনার গেট। শুধু তা–ই নয়, অচেনা পথচারীর চোখেও পড়বে বাড়ির বহিরাবরণই। তাই অন্দরের সঙ্গে সঙ্গে সদরের কথাটাও খেয়াল রাখতে হবে।

নিজেরা তো বটেই, আপনার বাড়িতে আসা অতিথিও প্রথম দেখবেন আপনার গেট
ছবি: প্রথম আলো

মূল ফটকের ক্ষেত্রে বাড়ির মালিকদের সব সময়ই শীর্ষ পছন্দ ছিল মজবুত লোহার গেট। বিভিন্ন জ্যামিতিক, ফ্লোরাল ও বিমূর্ত নকশাসমৃদ্ধ লোহার গেটের জনপ্রিয়তা এখনো অটুট। বর্তমানে লোহার পাশাপাশি অ্যালুমিনিয়ামের ব্যবহারও বেড়েছে। অনেকে হরাইজন্টাল বা অনুভূমিক গ্রিলের বদলে ভার্টিক্যাল বা উলম্ব গ্রিল ব্যবহার করছেন। এতে গ্রিল বেয়ে ওঠার সুযোগ থাকে না। চোরের উৎপাতও রোধ করা যায়। নিরাপত্তার স্বার্থে অনেকেই আবার গেটের উপরিভাগে স্পাইক ব্যবহার করে থাকেন। এই স্পাইক কিছুটা বাঁকানো হয়ে থাকে।

কম জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে স্লাইডিং গেট। বড় গেট খোলার জন্য যেখানে যথেষ্ট জায়গা পাওয়া যায় না, সেখানে বেছে নেওয়া যেতে পারে স্লাইডিং ডোর। ডিজিটালাইজেশনের এই যুগে বাড়িতে যেমন ব্যবহৃত হচ্ছে নানা প্রকার স্মার্ট প্রযুক্তি, তেমনি স্মার্ট গেটের চলও শুরু হয়েছে। পাশ্চাত্যে বহুল ব্যবহৃত স্মার্ট গেট মুঠোফোনে থাকা অ্যাপ দিয়েই কন্ট্রোল করা যায়। গাড়ি ড্রাইভ করে বাড়ির সামনে এসে অ্যাপ দিয়ে নিজেই গেট খুলে নিতে পারবেন। লাগবে না কোনো দারোয়ান। গাড়ি থেকেও নামতে হবে না। এ ছাড়া যেকোনো জায়গা থেকেই এ রকম স্বয়ংক্রিয় দরজা নিয়ন্ত্রণ করা যায়।

বড় গেট খোলার জন্য যেখানে যথেষ্ট জায়গা পাওয়া যায় না, সেখানে বেছে নেওয়া যেতে পারে স্লাইডিং ডোর
ছবি: প্রথম আলো

শহরের বাড়িতে সদর দরজার রঙে কালো, খয়েরি বা সাদা রঙের ব্যবহারই চোখে পড়ে বেশি। অন্যদিকে বিভিন্ন শহরের পরিপার্শ্ব থেকেও নির্ধারিত হয় বাড়িতে সদর দরজায় ঠিক কোন রঙের দরজা বা গেট লাগানো হবে। উপাদানের ক্ষেত্রে রুচিভেদে কেউ ব্যবহার করছেন ইস্পাত, রড বা অ্যালুমিনিয়াম তো কেউ বেছে নিচ্ছেন কাঠ-ইস্পাত বা মেটাল জালির দরজা। কেউ আবার ফ্রস্টেড গ্লাসের ব্যবহারও করছেন। আরেকটি বিষয়ও দেখা যাচ্ছে আজকাল, স্টিলের গেটের ওপর বিশেষ ধরনের স্টিকার, যা প্রথম দেখায় মনে হবে কাঠ, আদতে সেটা স্টিল।

গেটের পাশাপাশি বাড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিকানা–সংবলিত নামফলক। নিজের বাড়ির প্রবেশপথে নিজের নামটা রাখতে চান অনেকে। 

এই নামফলক হতে পারে বিভিন্ন রকম। আমাদের দেশে শহরে বা গ্রামে, ছোট বা বড় টিনের ফ্রেমে লেখা নামফলক চলে আসছে অনেক দিন। তবে বর্তমানে নামফলকেও আসছে বেশ পরিবর্তন। সদর দরজার সঙ্গে মিল রেখেই নকশা করা হচ্ছে নামফলক। নামফলকের ফন্ট, উপাদান ও ডিজাইনেও আসছে ভিন্নতা। 

উপাদানের ক্ষেত্রে রুচিভেদে কেউ ব্যবহার করছেন ইস্পাত, রড বা অ্যালুমিনিয়াম তো কেউ বেছে নিচ্ছেন কাঠ-ইস্পাত বা মেটাল জালির দরজা
ছবি: প্রথম আলো

নামফলক সদর দরজার ওপর বা দরজার লাগোয়া দেয়ালে লাগানো যেতে পারে। নামফলক সঠিক উচ্চতা ও সঠিক মাপে থাকা জরুরি। দূর থেকে দেখতে যেন সমস্যা না হয় আবার যেন থাকে চোখের লেভেলেই। 

দরজা ও দরজার নামফলকের সঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আলো। দিনের আলোতে তো দিনের বেলাটা চলল। সন্ধ্যা নামলেই জ্বালতে হবে আলো। এ ক্ষেত্রে নামফলকের ওপর ফেলা যায় স্পটলাইট। সদর দরজার সামনের রাস্তাটি অন্ধকারাচ্ছন্ন থাকলে সেখানেও থাকতে পারে আলোর ব্যবস্থা। 

দীর্ঘমেয়াদি চিন্তা করেই বাড়ির অন্দরের পাশাপাশি সাজিয়ে তুলুন সদর দরজা ও এর আঙিনা
ছবি: প্রথম আলো

সদর দরজায় নিরাপত্তার স্বার্থে বর্তমানে সিসিটিভি ক্যামেরার ব্যবহার বেড়েই চলেছে। দরজার ডিজাইনের সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। সদর দরজার এমন স্থানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, যা সহজে কারও নাগালে না আসে এবং পরিষ্কারভাবে চারপাশ দেখা যায়। 

শুধু অন্দরই নয়, বাড়ি সাজানোর সময় সদরের ব্যাপারেও হতে হবে সাবধান। রোদ, ঝড় বা বৃষ্টি—সব সময়ই বাড়ির সদর দরজা নিরাপত্তাবেষ্টনী হয়ে থাকবে। তাই দীর্ঘমেয়াদি চিন্তা করেই বাড়ির অন্দরের পাশাপাশি সাজিয়ে তুলুন সদর দরজা ও এর আঙিনা।