আসবাব কেনায় ইএমআই সুবিধা

আসবাব থেকে বাসনকোসন—নতুন সংসারে কত কী-ই না প্রয়োজন। এত সব খরচ মেটাতে গিয়ে হিমশিম খান অনেক মধ্যবিত্ত দম্পতি। অনেক ক্ষেত্রে নিজেদের অনেক ইচ্ছাকে বিসর্জনও দিয়ে দেন তাঁরা। ‘অত দামি জিনিস আমাদের সাধ্যে কুলাবে না’ কিংবা ‘এখনই একসঙ্গে এত কিছু কেনা সম্ভব নয়’—এমন ভাবনায় নিজেদের গুটিয়ে রাখেন। এ ধরনের মানুষের সাধ আর সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে পারে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট (ইএমআই)। এর মানে হলো, আপনার পছন্দের জিনিসটির মূল্য একবারে পরিশোধ না করেও আপনি কিনতে পারবেন। এ ক্ষেত্রে জিনিসটির মূল্য ধাপে

ইএমআইয়ের আওতায় আসবাবও কেনা যায়।
মডেল: অতশি ও ইমরান খান, কৃতজ্ঞতা: হাতিল, ছবি: কবির হোসেন

ধাপে পরিশোধ করতে হবে। এই মূল্য পরিশোধের মাধ্যম হলো আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড। স্বপ্নের সঙ্গে বাস্তবের যোগ ঘটাতে অনেকেই নিচ্ছেন ইএমআই সুবিধা।

ইএমআই সুবিধা

দেশে এখন অনেক খাতেই ইএমআই সুবিধা পাওয়া যায়। আসবাব কেনার ক্ষেত্রেও পাবেন এই সুবিধা। অবশ্য সব ব্যাংকের কার্ড দিয়ে ইএমআই সুবিধা পাওয়া যাবে না। আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কোন কোন বিপণন প্রতিষ্ঠানে ইএমআই সুবিধা পাবেন, জেনে নিন। হাতিলের পরিচালক সফিকুর রহমান জানালেন, দেশের ২০টির বেশি ব্যাংকের ক্রেডিট কার্ডে গ্রাহকেরা হাতিলের ইএমআই সুবিধা পাবেন। গ্রাহককে এ জন্য কোনো সুদ দিতে হবে না। অর্থাৎ এককালীন মূল্য পরিশোধে আপনার যে খরচ পড়ত, ইএমআইয়ে মূল্য পরিশোধ করলেও আপনাকে সেই খরচই শুধু দিতে হবে। হাতিলে ন্যূনতম পাঁচ হাজার টাকার আসবাব কিনলেই এই সুবিধা পাওয়া যাবে। কাজেই নগদ অর্থ না থাকলেও পছন্দের আসবাবটি কেনার জন্য আপনাকে আর বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে না। ধাপে ধাপে মূল্য পরিশোধ করার আরেকটি সুবিধা হলো, একবারে বেশি খরচ হচ্ছে না বলে আপনার কাছে পুরো খরচকে বাড়তি চাপ বা বোঝা মনে হবে না।

নতুন দম্পতিদের সংসারে প্রয়োজন হয় নানা কিছু।
ছবি: কবির হোসেন

মেয়াদ ও অন্যান্য

ইএমআইয়ের মেয়াদ ব্যাংকভেদে আলাদা। হাতিলের বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদি ইএমআই সুবিধা নিতে পারেন। হাতিলে ১২ মাস মেয়াদি ইএমআই সুবিধা দিচ্ছে ১৫টি ব্যাংক। সহজ এই ব্যবস্থায় আপনি সাবলীলভাবেই বেশ দামি আসবাব কিনে নিতে পারবেন।