ঈদের দিন কম খরচে অন্দর সাজাতে চান?

বড় কোনো বদল না এনেও ঈদের দিন অন্দরে নতুনত্ব আনতে পারেনছবি: কবির হোসেন

ঈদের প্রস্তুতি মানে শুধু নতুন পোশাক আর খাবারের আয়োজন নয়। ঈদ উপলক্ষে অন্দরসজ্জাও বদলে ফেলতে পারেন। চাইলে অনেক টাকা খরচ না করেও বদলে ফেলা যায় অন্দরের আবহ। ঘরের সাজে প্রাণ ফেরাতে ছোট ছোট কিছু উপাদান বদলালেই চলে। এ নিয়ে কথা হচ্ছিল সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সি ফার্মের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী স্থপতি তাসনিম কবিরের সঙ্গে। তিনি বলেন, অনেক সময় শুধু গুছিয়ে রাখলেই চেনা ঘর দেখতে অচেনা লাগতে পারে। এ অচেনা মানে অনেকটা নতুনের মতো আরকি। তাই ঈদ উপলক্ষে অন্দর নতুন করে গোছানোর উদ্যোগ নেওয়া যেতেই পারে।
এই স্থপতিই কিছু পরামর্শ দিয়েছেন, যেসবে বদল আনলে ঘরে আসবে নতুনত্ব।

খাবার টেবিলে মোমবাতির ব্যবহার অন্দরে উৎসবের আবহ আনে
ছবি: কবির হোসেন

মোমবাতি
অন্দরের সৌন্দর্য বাড়াতে মোমবাতির জুড়ি নেই। অন্দরে, বিশেষ করে খাবার টেবিলে উৎসবের আবহ আনতে ঈদের দিন জ্বালাতে পারেন মোমবাতি। এখন বাজারে বিভিন্ন নকশার মোমবাতি পাওয়া যায়। পছন্দসই সুগন্ধিযুক্ত মোমবাতিও বেছে নিতে পারেন। অনেক মোমবাতি আছে, যেসবের মধ্যে আলাদা করে লাইট ব্যবহার করা। এমন কিছুও কিনতে পারেন ঈদের দিন ঘর সাজাতে।

সৌন্দর্যবর্ধনই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো ইনডোর প্ল্যান্ট
ছবি: কবির হোসেন

ইনডোর প্ল্যান্ট
ঘরের সৌন্দর্য ও সতেজতা বাড়াতে পারে সবুজ গাছপালা। ছোট ছোট মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট কিংবা ক্যাকটাস রাখতে পারেন টেবিলে, জানালার পাশে বা দেয়ালে ঝুলিয়ে। বারান্দা থাকলে দু–একটা বড় গাছও রাখতে পারেন।
মরিচবাতি
ঘর সাজানোর খুব সহজলভ্য ও সস্তা একটি উপকরণ মরিচবাতি। এর ব্যবহার নিমেষেই ঘরের চেহারা বদলে দিতে পারে। এ বাতি দিয়ে খুব সহজে ঘর সাজানো যায়। চাইলে গাছের ওপর, জানালার পর্দার ওপর ছড়িয়ে দিতে পারেন মরিচবাতি। ঘরের এক কোণে ‘ঈদ মোবারক’ লেখা বোর্ড রেখে মরিচবাতি ও কিছু ছবি দিয়ে একটি অস্থায়ী ফটো ওয়াল বানিয়ে নেওয়া যায়।

সোফার কভার অথবা কুশন কভার বদলে নিলেও নতুন দেখাবে অন্দর
ছবি: সাবিনা ইয়াসমিন

কুশন কভার
শুধু কুশন কভার বদলে দিলেই প্রতিদিনের চেনা বসার ঘর বদলে যেতে পারে মুহূর্তে। ড্রইংরুমের সোফায় থাকা পুরোনো কুশন কভার পাল্টে কিছু রঙিন ব্লক প্রিন্ট বা হাতে কাজ করা কুশন কভার রাখা যেতে পারে। আজকাল সোফার ওপর ব্যবহারের জন্যও নানান রকম কভার পাওয়া যায়, সেসব ব্যবহার করেও অন্দরে ঈদের আবহ আনতে পারেন।

আরও পড়ুন
দুই রঙের পর্দা ব্যবহারের ক্ষেত্রে এমন ভাবনা রাখতে পারেন
কৃতজ্ঞতা : সাবিহা কুমু, ছবি : সুমন ইউসুফ

পর্দা
আলো-ছায়ায় একটা ঘরের আবহ বদলে দিতে পর্দার জুড়ি নেই। তাই ঈদ সামনে রেখে পর্দা বদলানো যেতে পারে। পর্দা বদলানো সম্ভব না হলে পুরোনো পর্দা লন্ড্রিতে দিয়ে ড্রাই ওয়াশ করিয়ে বা বাড়িতেই ধুয়ে নিতে পারেন। চাইলে পাতলা নেট, শিফন বা সুতির হালকা রঙের পর্দা ব্যবহার করতে পারেন।
ওয়ালম্যাট ও ওয়াল হ্যাংগিং
দেয়ালে কোনো ছবি বা অনুষঙ্গ যোগ করা হলে ঘর দেখতে অন্য রকম লাগে। বাড়ির প্রবেশদ্বার ও ডাইনিং রুমের দেয়ালে ঝোলাতে পারেন কিছু ওয়ালম্যাট ও ওয়াল হ্যাংগিং পিস।

টেবিলে এমন কাপড় বিছিয়ে দিতে পারেন
ছবি: কবির হোসেন

টেবিল ক্লথ ও রানার
ঈদের একটি বড় অংশ জুড়ে থাকে খাওয়াদাওয়ার আয়োজন। তাই ডাইনিং টেবিলের দিকে বিশেষ নজর থাকে। খুব কম খরচে ডাইনিং টেবিলের রানার বদলে দেওয়া যেতে পারে। নতুন একটা টেবিল ক্লথ কিনে কাচ, মার্বেল বা কাঠের ডাইনিং টেবিল ঢেকে ফেলতে পারেন। সম্ভব হলে কাঠের ডাইনিং টেবিল বার্নিশ করিয়েও নিতে পারেন।
চাদর ও বালিশের কভার
শোবার ঘরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বিছানার চাদর ও বালিশের কভার। তাই ঈদ উপলক্ষে বিছানার চাদর ও বালিশের কভার বদলে নিন। শিশুর ঘরে দিতে পারেন রঙিন চাদর। খেলনাগুলো সাজিয়ে রাখতে পারেন নানানভাবে।

আরও পড়ুন