নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাপাড়ের এই বাড়ি পেয়েছে আর্কেশিয়ার স্বীকৃতি

বাড়িটির নাম ‘চাবি’। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে চার বিঘা জমির ওপর তৈরি হয়েছে বাড়িটি। এই বাড়ির জন্য স্থাপত্যের মর্যাদাপূর্ণ পুরস্কার আর্কেশিয়া স্থাপত্য পুরস্কার-২০২৫-এ স্বর্ণপদক জিতেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। ৭ ছবিতে দেখুন নান্দনিক নকশায় নির্মিত ‘চাবি’।

১ / ৭
বাড়ির সামনে খোলা প্রান্তর
ছবি: মারুফ রায়হান
২ / ৭
চার বিঘা জমির ওপর তৈরি হয়েছে বাড়িটি
ছবি: মারুফ রায়হান
৩ / ৭
এই অংশ দিয়ে ওপরে উঠে গেছে সিঁড়ি
ছবি: মারুফ রায়হান
৪ / ৭
খোলামেলা পরিবেশে বসার ঘর
ছবি: মারুফ রায়হান
৫ / ৭
ভেতরে সুইমিংপুল
ছবি: মারুফ রায়হান
৬ / ৭
দেয়ালের গায়ে কাব্য
ছবি: মারুফ রায়হান
৭ / ৭
শোবার ঘরে প্রকৃতির অবাধ বিচরণ
ছবি: মারুফ রায়হান
আরও পড়ুন