অল্প সময়ে ঘর পরিষ্কার এবং উজ্জ্বল করে তোলার ৮টি সহজ উপায়
আমরা অনেক সময় মনে করি ঘরবাড়ি ঝকঝকে তকতকে করার জন্য প্রচুর অর্থ বা শ্রম লাগে। কিন্তু কখনো কখনো ছড়িয়ে–ছিটিয়ে থাকা জিনিসপত্র গুছিয়ে রাখা বা আপনার নিজের গাছ থেকে কিছু ফুল সংগ্রহ করে ঘরে এনে সাজিয়ে রাখার মতো ছোটখাটো কাজই আপনার বাড়ির চেহারা এবং পরিবেশের ওপর বড় প্রভাব ফেলতে পারে। জেনে নিন ৮টি উপায়ের কথা। এসব পরিবর্তন আনার চেষ্টা করে দেখুন, আপনার ঘরের একঘেয়ে চেহারা পাল্টে যাবে অল্প সময়ে, হয়ে উঠবে প্রাণবন্ত।
সবার আগে বসার ঘর
আপনি যেখানে আড্ডা দেন এবং আরাম করেন, সেই জায়গাটি যতটা সম্ভব ছিমছাম রাখুন। সহজ একটা বুদ্ধিটা হলো, একটা লন্ড্রি বাস্কেট নিন। বসার ঘরে রাখার প্রয়োজন নেই, এমন সব জিনিস সেখানে ছুড়ে ফেলুন। হয়তো আপনার বসার ঘরে এমন কিছু জিনিস আছে, যেসব সেখানে থাকার কথাই না। তারপরও সেখানে থাকতে থাকতে আপনার অজান্তে সেসব জিনিস বসার ঘরের শোপিস বা আসবাবে পরিণত হয়ে গেছে! এ রকম বেমানান সবকিছু সরিয়ে ফেলুন।
কিছু জিনিস বাদ দিন
ঘর সাজানোর বেলায় কম জিনিসপত্র ব্যবহার করাই ভালো। ঘর সাজানোর জন্য এক জায়গায় বেশি শোপিস, আসবাবপত্র ইত্যাদি গাদাগাদি করে রাখলে ঘরকে মনে হয় বাজার। তাই কিছু জিনিস সরিয়ে ফেললে দেখবেন, ঘরটা দেখতে আগের চেয়ে অনেক পরিচ্ছন্ন লাগছে।
তাজা ফুল রাখুন
ঘরের পরিবেশ চাঙা করতে ফুলের কোনো তুলনা হয় না। বাগান কিংবা দোকান, যেখান থেকেই হোক, কিছু তাজা ফুল এনে ঘরে সাজিয়ে রাখুন। একাধিক ঘর সাজানোর পরিকল্পনা থাকলে নানা রকম ফুল দিয়ে বানানো একটা তোড়া কিনে ফুলগুলো পছন্দমতো ভাগ করে একেক ভাগ দিয়ে একেক ঘর সাজান।
মেঝে রাখুন ছিমছাম
হয়তো কিছু পার্সেল এসেছে, যেসব আপনি খুলেও দেখেননি। কিংবা কিছু জুতা, যেসব আপনি সাধারণত পায়ে দেন না, এমন জিনিসই ঘরের মেঝেতে স্তূপ হয়ে থাকে। ফলে আপনার ঘরটি দেখায় ভীষণ অগোছালো। ঘরের মেঝে থেকে এমন অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন।
সূর্যের আলো আসতে দিন
প্রতিদিন নিয়ম করে ঘরের পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরে আসতে দিন। তারপর দেখুন, ঘরটাকে কত প্রাণবন্ত লাগে। প্রাকৃতিক আলোতে ঘরের সবকিছুই পরিষ্কারভাবে দেখা যায়। এতে ঘরের আসবাবপত্রের ওপরে জমে থাকা ধুলাময়লাও চোখে পড়বে সহজে। আর তখন নিশ্চয়ই আপনি হাত গুটিয়ে থাকবেন না; দ্রুতই নেমে পড়বেন পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানে। শুধু তা-ই নয়, ঘরে সূর্যের আলো এলে মনও ভালো থাকবে।
তাক পরিষ্কার রাখুন
ঘরে জিনিপত্র ছড়িয়ে–ছিটিয়ে রাখলে সবচেয়ে বড় সমস্যা হয় তখন, যখন আমরা প্রয়োজনীয় একটা জিনিস খুঁজতে যাই। তাই অপ্রয়োজনীয় জিনিস দিয়ে টেবিল, ওয়ার্ডরোব ও আলমারির দৃশ্যমান তাক ভরে ফেলবেন না। অর্থাৎ বাইরে থেকে দেখা যায়, এমন সব স্থানের অপ্রয়োজনীয় জিনিস গুছিয়ে ফেলুন। কাজটা ছোট হলেও এর প্রভাব অনেক। এতে শুধু ঘরবাড়ি পরিষ্কার রাখাই সহজ হয় না, ঘর দেখতে লাগে ছিমছাম আর সময়ও বেঁচে যায় অনেকটা।
দেয়াল পরিষ্কার করুন
ঘর যত গোছানোই হোক না কেন, দেয়ালে ময়লা দাগ থাকলে সবই বৃথা। মেলামাইন ফোম স্ক্রাবার দিয়ে দেয়ালের ময়লা দাগ দ্রুত তোলা যায় এবং সহজেই দেয়ালগুলো হয়ে ওঠে প্রায় নতুনের মতো পরিষ্কার।
আরও কিছু বিষয়
বেসিনের কল, দেয়ালে বসানো বাল্ব ও টিউবলাইট হোল্ডার—ঘরবাড়ি পরিষ্কারের সময় এসব জিনিস সাফ করার কথা অনেকেই এড়িয়ে যায়। কিন্তু বেসিনের কলের ওপর আঙুলের ছাপ, টুথপেস্টের ছিটা ইত্যাদি দেখা গেলে মনে হতে পারে আপনি আপনার বাসা দেখভালের ব্যাপারে উদাসীন। পানির কল, আয়না, রান্নাঘরের চুলার নব ইত্যাদি নাইলন বা পলিয়েস্টারের মতো কাপড় দিয়ে ঘষা দিলে জিনিসগুলো দ্রুত পরিষ্কার হয়ে যায়। মেকআপ করার সময় যেমন চেহারায় হাইলাইটার ব্যবহার করা হয়, তেমনি ঘর সাজানোর ক্ষেত্রে এই কাজ হবে আপনার বাসার জন্য হাইলাইটার ব্যবহারের মতো।
সূত্র: রিয়্যালসিম্পল