এই ল্যাম্পটি যেভাবে বাড়িতে বানাবেন

ছবি : সাবিনা ইয়াসমিন

রাতে ঘুমানোর আগে কিংবা নিজের মতো করে একটু সময় কাটানোর জন্য হালকা আলোর বাতি সবারই পছন্দ। চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন এই বাতি।

উপকরণ: হাতে বানানো কাগজ, কাঠি, আঠা, লাইট, বৈদ্যুতিক তার ও কাগজের বাক্স।

প্রস্তুতি

ছবি : সাবিনা ইয়াসমিন
  • কাগজের বাক্সটির ঠিক মাঝবরাবর ১ ইঞ্চি ব্যাসের একটি বৃত্ত কেটে নিন। একই বাক্সের আরেক পাশও এমনভাবে কেটে নিন, যেন বৈদ্যুতিক তারটি বাক্সের ভেতর দিয়ে বের করে নেওয়া যায়।

  • হাতে বানানো কাগজগুলো ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি মাপে কেটে নিন। এভাবে ৪টি কাগজ কেটে নিন।

ছবি : সাবিনা ইয়াসমিন

১. কাগজের বাক্সের কেটে নেওয়া বৃত্তের ভেতর বৈদ্যুতিক লাইটের হোল্ডারটি বসিয়ে দিন।

ছবি : সাবিনা ইয়াসমিন

২. এই অংশকে একটু মজবুত করতে আরও একটি কাগজের টুকরা ওপরে বসিয়ে দিন।

ছবি : সাবিনা ইয়াসমিন

৩. কাগজের গোল টুকরাটি এভাবে বসান।

ছবি : সাবিনা ইয়াসমিন

৪. হোল্ডারে লাইটটি লাগিয়ে নিন। লাইটের তারটি বাক্সে আগে থেকে কেটে রাখা অংশ দিয়ে বের করে নিন।

আরও পড়ুন
ছবি : সাবিনা ইয়াসমিন

৫. কাঠিগুলো একটি অন্যটির সঙ্গে আঠা দিয়ে ছবির মতো করে জোড়া লাগিয়ে নিন।

ছবি : সাবিনা ইয়াসমিন

৬. কেটে নেওয়া কাগজগুলো আঠার সাহায্যে কাঠিতে একের পর এক লাগিয়ে নিন।

ছবি : সাবিনা ইয়াসমিন

৭. কাগজের চারদিকে একটি একটি করে কাঠি লাগিয়ে নিন।

ছবি : সাবিনা ইয়াসমিন

কাগজের অংশটি বাক্সের ওপর আঠার সাহায্যে বসিয়ে নিন। এখানে একটু উঁচু করে বসানো হয়েছে, কিন্তু কাগজের অংশটি যেকোনোভাবেই বসিয়ে নেওয়া যাবে।

ছবি : সাবিনা ইয়াসমিন

তৈরি হয়ে গেল কাগজের ল্যাম্প।