খালি প্লাস্টিকের বোতল দিয়ে যেভাবে বানাবেন ভিন্ন রকমের টব

প্লাস্টিকের বোতল এখানে-সেখানে ফেলাটা পরিবেশের জন্য ক্ষতিকর। এই বোতলেই গাছ লাগিয়ে কিন্তু পরিবেশকে সুন্দর রাখা সম্ভব। বানিয়ে দেখিয়েছেন রাইবা তাজরীদ

বাড়িতে থাকা খালি প্লাস্টিকের বোতল দিয়েই বানানো সম্ভব ভিন্ন স্টাইলের টবছবি: সাবিনা ইয়াসমিন

উপকরণ

প্লাস্টিকের বোতল, অ্যাক্রিলিক রং, দড়ি

ছবি: সাবিনা ইয়াসমিন

প্রস্তুত প্রণালি

প্লাস্টিকের বোতলটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। বোতলের মাঝের অংশে একটি আয়তক্ষেত্র এঁকে সেই বরাবর কেটে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

ধারালো কোনো বস্তুকে আগুনে গরম করে নিন। তাহলে কাটার কাজটি সহজ হবে।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

গাছের গোড়ায় অতিরিক্ত পানি যেন না জমে, তার জন্য বোতলের কাটার অংশের বিপরীত দিকে তিন থেকে চারটি ছিদ্র করে নিন। গরম কোনো তীক্ষ্ণ বস্তু দিয়ে খুব সহজেই কাজটা করতে পারেন।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

কেটে নেওয়া অংশের চারপাশে পাঞ্চ মেশিন দিয়ে চারটি ছিদ্র করে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

বোতলের গায়ে অ্যাক্রিলিক রং দিয়ে নিজের পছন্দমতো রং ও ডিজাইন করুন।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ ইঞ্চি মাপে দুটি দড়ি কেটে নিন। প্রয়োজনমতো দড়ির মাপ ছোট–বড় হতে পারে। এরপর ছবির মতো করে বোতলের চারপাশের ছিদ্র দিয়ে দড়ি ঢুকিয়ে ভালোভাবে গিট্টু দিয়ে নিন। দড়ির ওপরের দুই প্রান্ত একসঙ্গে করে গিট্টু দিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

বোতলে পর্যাপ্ত মাটি দিয়ে পছন্দমতো গাছ লাগান।

ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন
আরও পড়ুন