কোথায় কীভাবে ল্যাম্প রাখলে ঘর হয়ে উঠবে ছবির মতো সুন্দর

আলোকসজ্জা শুধু প্রয়োজন মেটানোর জন্য নয়, ঘরের স্টাইলেও এনে দেয় আলাদা মাত্রা। ল্যাম্প এমনই একটি অনুষঙ্গ, যা আলো ও সৌন্দর্য—দুটিরই ভারসাম্য রাখে। তবে শুধু টেবিলের ওপর ল্যাম্প রাখলেই হয় না, কোথায় কীভাবে রাখবেন, সেই বুদ্ধিটাই আসল। দেখে নিন কিছু সহজ টিপস, যেসব মানলে ল্যাম্প বদলে দেবে আপনার ঘরের চেহারা।

বিছানার পাশে

ঘুমানোর আগে বই পড়েন? তাহলে চোখের আরামের কথাও ভাবুন। এমন ল্যাম্প বেছে নিন, যেটা সরাসরি চোখে না লাগে, আলোটা হয় হালকা। আর বালিশে শুয়ে পড়ার সময় সুইচটা যেন হাতের নাগালে থাকে, সেটাও মাথায় রাখুন।
ছবি: পেক্সেলস

সোফার পাশে

লিভিংরুমে সোফার পাশের টেবিলে একটা আধুনিক ল্যাম্প রাখলে জায়গাটা এক ঝটকায় হয়ে ওঠে স্টাইলিশ। চাইলে ল্যাম্পটির আশপাশে বই বা ফুলদানি দিয়েও সাজাতে পারেন।
ছবি: পেক্সেলস

ড্রেসিং টেবিলে

ঘরের আয়নার সামনে একটা সফট হোয়াইট লাইটের টেবিল ল্যাম্প রাখলে সাজগোজের সময় মুখটা ভালো দেখা যায়। হালকা উষ্ণ আলো হলে ছবিও ভালো আসে।
ছবি: পেক্সেলস

খাবার ঘরে

খাবার ঘরে একটা সাইড টেবিলে ল্যাম্প রাখলে ঘরটা আরও আয়েশি লাগে। সব সময় ঝলমলে লাইটই যে লাগবে, তা কিন্তু নয়। খাবার ঘরে একটা সাইড কর্নারে মিউটেড আলোয় টেবিল ল্যাম্প রাখলে জায়গাটা একদম ক্যাফে লুক পায়।
ছবি: পেক্সেলস

পড়ার টেবিলে

পড়ার টেবিলে স্পট লাইটের কাজ করবে টেবিল ল্যাম্প। যে ল্যাম্পটা রাখবেন, সেটা যেন সরাসরি বইয়ের পাতায় পড়ে এবং চোখে না লাগে। চাইলে অ্যাডজাস্ট করা যায়, এমন আর্ম ল্যাম্পও বেছে নিতে পারেন।
ছবি: পেক্সেলস

কর্নার শেলফ বা বুকশেলফে

এসব জায়গায় একটা ল্যাম্প রাখুন, ঘরের আসবে উষ্ণ সুন্দর আবহ। দেয়ালের কোনায় রাখা শেলফ বা বুককেসের পাশে একটা ছোট টেবিল ল্যাম্প থাকলে জায়গাটা একধরনের কোমল আলো–ছায়ায় ভরে যায়।
ছবি: পেক্সেলস

এন্ট্রি ওয়ে বা করিডোরে

ঘরে ঢোকার পথ বা করিডোরে ছোট টেবিল ল্যাম্প দিলে ঘরে ঢোকার সময়ই মনে হয়, ‘ওয়াও!’ বাইরে থেকে কেউ ঘরে ঢুকেই যদি একটা ছোট টেবিল আর তার ওপর ক্লাসি ল্যাম্প দেখে, তাহলে প্রথম ‘ইমপ্রেশন’ টাই বদলে যায়।
ছবি: পেক্সেলস

জানালার পাশে

জানালার পাশের টেবিলে একটা ছোট ল্যাম্প দিন, সন্ধ্যায় ঘরের রূপই পালটে যাবে। দিনে আলো আসে জানালা দিয়ে। সন্ধ্যায় সেই জানালার পাশেই টেবিল আর ল্যাম্পের আলোয় জায়গাটা যেন গল্প বলার পরিবেশ এনে দেবে।
ছবি: পেক্সেলস
আরও পড়ুন