নতুন সংসারের আসবাব

নবদম্পতির সংসারে শুরুতেই যে আসবাবগুলোর প্রয়োজন পড়ে, তার মধ্যে প্রথম দিকেই থাকে শোবার ঘরের খাট। সারা দিনের ব্যস্ততা শেষে বিশ্রামের জন্য হোক কিংবা বিউটি স্লিপ—শোবার ঘরের খাটটা কিন্তু হওয়া চাই আরামদায়ক। নতুন ঘরে, নতুন সংসারে একেক দম্পতির থাকে একেক রকম খাটের চাহিদা। ব্যক্তিগত রুচি, শোবার ঘরের আকার, বাজেট ইত্যাদি বিবেচনা করে নির্বাচন করা যায় নতুন সংসারের প্রথম খাট।

নতুন সংসারের খাটটি চাইলে বানিয়েও নেওয়া যায়
ছবি: প্রথম আলো

বাজেট কম থাকলে দুজন মিলে ঘরেও বানিয়ে নিতে পারেন খাট। এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কাঠের পাটাতন বা শিপিং প্যালেট। একাধিক শিপিং প্যালেটকে চাহিদামতো মাপে আঠা দিয়ে বা পেরেক ঠুকে জুড়ে বানিয়ে নিতে পারেন নিজেদের খাট। অনেকে কাঠের প্যালেটে সাদা রংও করেন। খাটের হেডবোর্ডটাও করে নেওয়া যায় শিপিং প্যালেট দিয়ে।

মনে করুন, আপনাদের শোবার ঘরটা বেশ ছোট। ছোট ঘরে দৈর্ঘ্যে লম্বা হলেও প্রস্থে ছোট আসবাব রাখার চেষ্টা করতে হবে। কিংবা উচ্চতা ও প্রস্থ দুদিকেই ছোট আসবাব রাখা ভালো। এ ক্ষেত্রে শোয়ার ঘর বড় দেখাতে ঘরে রাখতে পারেন কম উচ্চতার খাট। আরেকটা উপায় হলো প্ল্যাটফর্ম খাট। প্ল্যাটফর্ম খাট মেঝে থেকে খুব সামান্য উঁচু হয়ে থাকে। আবার স্বল্প উচ্চতার কাঠের প্ল্যাটফর্মের একদিকে ম্যাট্রেস ফেলে বিছানা পাতা যায়, বাকি জায়গাটুকুতে বসে অন্য কাজও করা যায়।

এ ধরনের খাটকে সহজে সোফাতে রূপান্তর করা যায়
ছবি: নকশা

নবদম্পতির অনেকেই দেখা যায়, একটামাত্র কক্ষ নিয়ে নিজেদের ছোট্ট সংসার শুরু করেন। সেখানে হয়তো আলাদা করে শোবার ঘর, খাবার ঘর বা বসার ঘরের বালাই নেই। এমন এক কক্ষের সংসারে বেছে নিতে পারেন রূপান্তরযোগ্য খাট। যে খাট অতিথি এলে বসার ঘরের সোফা হয়ে উঠবে, আবার ঘুমের সময় খাট। এ ধরনের খাট বর্তমানে বেশ জনপ্রিয়। জায়গা বাঁচানো আবার একাধিক ধরনের ব্যবহার প্রক্রিয়ার জন্য এ ধরনের খাট খুবই কার্যকর। সাধারণ সোফার মতো দেখতে এ ধরনের সোফার হাতল আর হেড বোর্ডের ভাঁজ বদলালেই তা হয়ে যায় খাট।

নতুন সংসারে কাবার্ড যদি না থাকে, তবে স্টোরেজ সমস্যার সমাধান করতে অনেকেই কিনে নেন বক্স খাট। বক্স খাটের ক্ষেত্রে খাটের নিচের অংশে এক বা একাধিক ড্রয়ার থাকে। এ ধরনের খাটে টপ ওপেনিং বা সাইড ওপেনিং স্টোরেজ বক্স করা যায়। সাধারণ খাটেও নিচের জায়গাটায় নানা কিছু রাখা যায়। কিন্তু সে অংশে জমে যাওয়া ময়লা পরিষ্কার করা যেমন ঝামেলার, কোনো কিছু খুব ভেতরে চলে গেলে বের করে আনাটাও কষ্টের। সব সমস্যার সমাধান হতে পারে বক্স খাট।

নতুন সংসারের খাটটি হতে পারে এমনও
ছবি: নকশা

মারফি খাটও নিতে পারেন। এ খাটগুলোর সেভাবে হেডবোর্ড থাকে না। দেয়ালের সঙ্গেই লাগানো থাকে। তবে এ খাটের এক দিকে হিঞ্জ থাকে। যে হিঞ্জের সাহায্যে একে সোজা করে দেয়ালের সঙ্গে লাগিয়ে দেওয়া যায়। ঘরে খাট আছে কি না, বোঝাও যায় না। মারফি বেডের রকমফের রয়েছে। কিছু কিছু মারফি বেড আবার পড়ার টেবিলের সঙ্গে সংযুক্ত থাকে। সোফা যেমন খাট হয়ে যায়, মারফি বেড তেমন ডেস্ক হয়ে যেতে পারে। এবারে নিজের পছন্দ, চাহিদা ও বাজেট অনুযায়ী বেছে নিন নিজেদের নতুন সংসারের শোবার ঘরের খাট। অবশ্যই খাটের আকার ঘরের আকার ও প্রয়োজন অনুযায়ী ঠিক করে নিতে ভুলবেন না। স্বচ্ছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন ডাবল বেড, কিং বেড বা কুইন বেড। লেখক: স্থপতি