বাংলাদেশের আরও অসংখ্য পণ্য জিআই স্বীকৃতি পাওয়ার যোগ্য
‘রংপুরের শতরঞ্জি’র প্রতিষ্ঠাতা শফিকুল আলম সেলিমের এক-দুবার নয়, ‘জেলে থাকার সুযোগ হয়েছে’ সাতবার! তিনি নাকি ভালো ছাত্র ছিলেন না। ছাত্র আন্দোলন করে বেড়াতেন। জেলে থেকেই নাকি কাজ শিখেছিলেন। আর স্বপ্ন দেখাটা তাঁর স্বভাবের মধ্যেই ছিল। তাই কিছু করে খাওয়ার তাগিদ থেকেই রংপুরের বিখ্যাত শতরঞ্জির দোকান দিয়েছিলেন। আজ সেই প্রতিষ্ঠান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ৭০টিরও বেশি দেশে প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি পেয়েছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশনের (জিআই) স্বীকৃতি। সেটি উদ্যাপন করতে গত ২৯ আগস্ট এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন দেশের শিল্প-সংস্কৃতির একঝাঁক চেনা মুখ ও গণমাধ্যমকর্মী।