অন্দরে শীতলতা আনবে বাঁশ ও বেতের পণ্য

বাইরে বের হলে গরমে হাঁসফাঁস অবস্থা। এমনকি ঘরেও ফিরলেও যেন শান্তি নেই। তবে এ সময় প্রাকৃতিক কিছু উপকরণের ব্যবহারে ঘরকে কিছুটা হলেও শীতল করে তুলতে পারেন।

১ / ৪
গরমে আরাম পেতে ঘরে বিছিয়ে দিতে পারেন শীতল পাটি
কৃতজ্ঞতা:রয়া মুনতাসীর, ছবি:নকশা
২ / ৪
শীতল বা ঠান্ডা ভাব আনার জন্য বারান্দায় পর্দার পাশাপাশি ব্যবহার করতে পারেন বাঁশের চিক
ছবি : নকশা
৩ / ৪
বাঁশের চিকের পর্দা অন্দরে ভিন্ন মাত্রাই আনে না, এর ফাঁক গলে সূর্যের তির্যক আলো মৃদু আলো হয়ে যেমন ঘরে আসে, তেমনি বাতাসও চলাচল করতে পারে
ছবি : সুমন ইউসুফ
৪ / ৪
ঘরে হালকা আলোর ব্যবহার গরম কমাতে সাহায্য করে
ছবি: প্রথম আলো