একসময় খুব জনপ্রিয় ছিল ওয়াল হ্যাঙ্গিং। আবারও ফিরে আসছে সেই ধারা। চাইলে আপনিও সহজেই তৈরি করে ফেলতে পারেন গৃহসজ্জার এই চমৎকার অনুষঙ্গ। লাগবে রঙিন কাপড় আর হাতের কাছে পরে থাকা কিছু উপকরণ। বানিয়ে দেখালেন রাইবা তাজরীদ।

উপকরণ: তিন আকারের তিনটি সেলাই ফ্রেম। ফ্রেমগুলোর আকার হবে ১০, ৮ ও ৪ ইঞ্চি। আরও লাগবে কিছু রঙিন কাপড়, সুতা, রুদ্রাক্ষ, কাঠের পুঁতি, কাঁচি, আঠা।

কাঠের ফ্রেমগুলো প্রথমে সুতি বা নরম কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এই প্রক্রিয়া ফ্রেমের স্থায়িত্ব বৃদ্ধি করে।

এরপর পছন্দমতো সুতি কাপড় ফ্রেমের সঙ্গে টান টান করে আটকে নিতে হবে। এ ক্ষেত্রে কাপড়গুলো রঙিন এবং প্রিন্টের হলে ভালো হয়। তিনটি ফ্রেমে ভিন্ন ভিন্ন তিনটি কাপড় লাগিয়ে নিন। এবার ফ্রেমগুলোর পেছনের দিকে যে বাড়তি কাপড় আছে, আধা ইঞ্চি রেখে বাকিটা কেটে বাদ দিন।

ফ্রেমের পেছনের সেই আধা ইঞ্চি কাপড় আঠার সাহায্যে ফ্রেমের সঙ্গে জুড়ে দিন।

একদম ছোট ফ্রেমটির নিচের দিকে পছন্দমতো কিছু লাগিয়ে নিতে পারেন। এখানে রুদ্রাক্ষ আর কাঠের পুঁতি সুতার সাহায্যে লাগিয়ে নেওয়া হয়েছে।

মোটা সুতার সহায়তায় ফ্রেমগুলো একটি অপরটির সঙ্গে আটকে নিন। এ ক্ষেত্রে বড় থেকে ছোট সাজিয়ে নিন। ফ্রেমগুলোর মাঝের দূরত্ব যেন সমান হয়।