আর্কিটেকচারাল ডাইজেস্ট এই বাড়ির অন্দরের রিভিউয়ে লিখেছে, ‘বাড়ির অন্দরে যথেষ্ট খোলা জায়গা। অন্দরসজ্জা এমন যা আপনার ক্লান্তি ভুলিয়ে কাজে মনোনিবেশ করতে সাহায্য করে। সাদার ভেতর ফুটে ওঠা সবুজের নানা শেড নিঃসন্দেহে আপনার মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। গ্রামীণ মডেলের কাঠ আর পাথরের আসবাবগুলোর ফিনিশিংও চমৎকার। কালার প্যালেটগুলো নিউট্রাল, বাহিরকে অন্দর আমন্ত্রণ জানায়।’ছবি: ইনস্টাগ্রাম থেকে