বাথরুমে ঝরনা লাগানোর সময় যা জানা জরুরি

কেউ বাইরে যাওয়ার আগেই সকালে গোসল করে নিতে পছন্দ করেন। কেউ সারা দিন কাজ শেষে ক্লান্তি তাড়াতে গোসল করেন। কারও আবার দুই বেলাই লাগে। বাথরুমে ঝরনার পানি ছেড়ে দিয়ে পুরো শরীরে শান্তির পরশ বুলিয়ে নিতে এখন বাজারে আছে নানা রকম ঝরনা। খবর জানাচ্ছেন তারিকুর রহমান খান

বাথরুমে ঝরনার পানি ছেড়ে দিলেই শরীরে আসে শান্তির পরশ
ছবি : কবির হোসেন

আপনার বাথরুমটি যদি হয় নতুন, তাহলে তো এমনিতেই নতুন ঝরনা বসবে। আর পুরোনো বাসায় নতুন ঝরনা লাগাতে চাইলে বাথরুমটি আগে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। তবে পুরো বাথরুম নতুনভাবে সংস্কার করা বেশ ব্যয়বহুল। তাই শুধু ঝরনার জায়গাটুকু পরিবর্তন করে নিতে পারেন। রাজধানীর হাতিরপুলে অবস্থিত বাথ গ্যালারির ব্যবস্থাপক মাহবুবর রহমান বলেন, ‘বাথরুম আধুনিক করার জন্য বিভিন্ন উপকরণের পাশাপাশি একটি সুন্দর ঝরনা ব্যবহার করতে পারেন। বাথরুমের আবহটাই এতে বদলে যাবে। শুধু ঝরনা পরিবর্তন খুব যে ব্যয়বহুল, সেটাও নয়।’ আরেকটি পরামর্শও দিলেন এ স্যানিটারি ব্যবসায়ী। সংস্কারে হাত দেওয়ার আগে চিন্তা করতে হবে, কোন কোন উপাদান বাথরুমে যুক্ত করবেন।

পানির প্রবাহ কম হলে সেখানে ছোট আকৃতির ঝরনা নেওয়াই ভালো
ছবি : কবির হোসেন

তলা বুঝে ঝরনা

বাজারে নানা আকার ও আকৃতির ঝরনা পাওয়া যায়। কোনোটি গোল আবার কোনোটি চারকোনা। ত্রিভুজাকৃতিসহ আরও বেশ কিছু নকশার ঝরনাও পাওয়া যায়। হাতিরপুলের অ্যারিস্টো বাথের সহকারী ব্যবস্থাপক আব্বাস রানা জানান, শুধু সাইজ ও ডিজাইন পছন্দ হলেই হবে না, ঝরনা নিতে হবে বাথরুম বুঝে। ভবনের ওপর দিককার ফ্ল্যাটের বাথরুমের জন্য এক রকম ঝরনা, নিচের দিকের জন্য আরেক রকম। মোটকথা, আপনার ফ্ল্যাটটি কত তলায় অবস্থিত, সে অনুযায়ী ঝরনা নির্বাচন করতে হবে। কারণ হিসেবে রানা বলেন, একেক তলার পানিপ্রবাহের ধরন একেক রকম। যে তলায় পানির প্রবাহ কম, সেখানে ছোট আকৃতির ঝরনা নেওয়াই ভালো। পানির প্রবাহ কম, এমন বাথরুমের জন্য বড় ঝরনা নেওয়ার পর পানির প্রবাহ আরও কম হয়ে যাবে। তাই ঝরনা লাগানোর আগে একজন এক্সপার্টের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো হবে।

বাথরুমের ঝরনার সৌন্দর্য ঠিকঠাক পেতে দেয়ালের রংটাও গুরুত্বপূর্ণ
ছবি : কবির হোসেন

বাথরুমের ডিজাইন বুঝে ঝরনা

বাথরুমের ডিজাইন বুঝে ঝরনার নকশা বাছাই করা উচিত। তাহলে ঝরনাটি বাথরুমের শোভা বাড়াবে। অন্দরসজ্জাবিদ শাহীন আলম জানান, বাথরুমে ঝরনা কোথায় বসবে, বাথরুমের আকার কতটুকু, এসব দেখে ঝরনা কেনা উচিত। না হলে ঝরনার কারণেই বাথরুমের ‍ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। বাজারে বেশির ভাগ ঝরনা গোলাকৃতির। তবে সেখানেও পার্থক্য আছে। এই যেমন কোনোটা বাটির মতো ছড়ানো, কোনোটা ডিম্বাকৃতির। লম্বাটে ঝরনাও আছে। ওপরে সেট করা ঝরনার পাশাপাশি হ্যান্ড শাওয়ারও (হাতে ব্যবহার করার ঝরনা) আছে। এমন ঝরনা পরিষ্কার করাও খুব সহজ।

বাথরুমে অন্য স্যানিটারি উপাদানের চেয়ে ঝরনাটা যেন পুরো আলাদা হয়ে না যায়। বাকি উপকরণের সঙ্গে সমন্বয় করে ঝরনা সেট করার চেষ্টা করতে হবে। আর ঝরনার সৌন্দর্য ঠিকঠাক পেতে দেয়ালের রংটাও গুরুত্বপূর্ণ।

ঝরনা বাথরুমের এক কোনায় বসানোই ভালো। বাথরুম বড় হোক বা ছোট, ঝরনাটা এক কোনায় বসালে বাকি জায়গাটুকু ঠিকঠাক ব্যবহার করা যায়। বড় বাথরুমের মাঝবরাবর ঝরনা থাকলে পুরো বাথরুম ভেজা থাকে। বাথরুমের এক অংশ কাচে ঘিরেও সেখানে ঝরনা বসানো যায়। এতে কমোড আর স্নানের অংশ আলাদা রাখা যায়।