আলিয়ার ৩৭ কোটি বাড়ির ভেতরটা দেখতে যেমন

বলিউডে এই মুহূর্তের সবচেয়ে ধনী তারকাদের একজন আলিয়া ভাট। তাঁর তিনটি বাড়ি আছে। একটা মুম্বাইয়ের জুহুতে, নাম সিলভার বিচ অ্যাপার্টমেন্ট। আরেকটা মুম্বাইয়ের বান্দ্রায় আর তৃতীয়টা লন্ডনে। বিপরীতে রণবীর কাপুরের মাত্র একটা বাড়ি। সেটি ভারতের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে। অবশ্য রণবীরদের আরেকটা পৈতৃক বাড়ি আছে, ‘কৃষ্ণা রাজ বাংলো’। রণবীর কাপুর যখন আলিয়া ভাটের সঙ্গে প্রেম করতেন, সে সময় অর্থাৎ বিয়ের আগে প্রায় পাঁচ বছর তিনি ছিলেন আলিয়ার জুহুর বাড়িতে। এর ভেতর রয়েছে মহামারিকালের আড়াই বছর। এই জুটির মোট চারটি বাড়ির সব কটাই ‘ফুলফার্নিশড’। একনজরে দেখে নেওয়া যাক আলিয়ার সদ্য কেনা বান্দ্রার বাড়ির অন্দর।
১ / ১৬
এই বাড়ি আলিয়া কেনেন ৩৭ কোটি ৮০ লাখ টাকা দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৬
এই বাড়ির দুটো ফ্ল্যাট তিনি উপহার দিয়েছেন লেখক, বড় বোন শাহীন ভাটকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৬
এই বাড়ি ২ হাজার ৪৯৭ বর্গফুটের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৬
এই বাড়ির একটা অংশ এখন আলিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইনের অফিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৬
আলিয়ার বাড়ির অন্দরের নকশা করেছেন ইন্টেরিয়র ডিজাইনার রিচা ভেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৬
আলিয়া কিছু কথা ঘরে টানিয়ে রেখেছেন। যেমন ‘লেট ইট গো’, ‘টেক মি টু দ্য মুন’ ইত্যাদি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৬
আলিয়ার ড্রয়িংরুমের কুশনগুলোয় আছে বিড়ালের মুখ, ক্ল্যাসিক হলিউড তারকাদের চেহারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৬
একটা ফ্রেমের ভেতর ‘গ্রো আপ’ লেখার ওপর আবার ক্রস চিহ্ন দেওয়া। তার মানে তিনি বড় হবেন না বলে ঘোষণা দিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৬
রঙিন নকশাদার ছোট ছোট জিনিস রয়েছে এই বাড়িতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৬
রঙিন নকশাদার ছোট ছোট জিনিস রয়েছে এই বাড়িতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৬
রয়েছে বিশাল একটা ড্রেসিংরুম। এর এক পাশে আলিয়ার জুতার র‍্যাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৬
আলিয়ার বিড়ালপ্রীতি আর রণবীরের কুকুরপ্রীতির কথা কে না জানে! আলিয়ার এই বাড়িতে আছে তাঁর বিড়ালদের পোর্ট্রেট ও কয়েকটা পারিবারিক ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৬
বুকশেলফ আর শোকেস মিলেমিশে একাকার!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৬
জীবনসঙ্গী রণবীর কাপুরের পছন্দের সংখ্যা আট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৬
রয়েছে বেশ কয়েকটি সোফা, আয়না, ফলস সিলিং, ব্রুটালিস্টিক (ইটগুলো প্লাস্টারে পুরোপুরি ঢাকা নয়, বরং ইটের টেক্সচারটা দেখা যায় এমন) দেয়াল, ল্যাম্পশেড, ঝাড়বাতি, ছড়ানো–ছিটানো সবুজসহ মিনিয়েচার শোপিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৬
মোদ্দাকথা, আলিয়ার বাড়ির অন্দরে আধুনিকতা আর বোহো স্টাইলের সমাবেশ ঘটেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে