ঈদে বাড়ি না থাকলেও গাছে পানি দেওয়া যাবে যেভাবে

ঈদের ছুটিতে, অফিসের কাজে বা ঘুরতে বাড়ির বাইরে কোথাও কয়েক দিন থাকার কথা উঠলেই গাছগুলোর জন্য চিন্তা শুরু হয়ে যায়। গাছগুলোর কী হবে, কে পানি দেবে? বেঁচে থাকার জন্য ওরা যে আপনার ওপরই নির্ভরশীল। এ সমস্যার সমাধানও রয়েছে, কয়েকটি উপায়ে আপনিই পানির ব্যবস্থা করে রাখতে পারেন। জানালেন আকিজ কলেজ অব হোম ইকোনমিকসের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হোসেন।

অটোমেটিক ইরিগেশন স্পাইক

অটোমেটিক ইরিগেশন স্পাইক হলো একটি বিশেষ ধরনের নল। যাতে পানিভর্তি বোতল যুক্ত করা যায়। বোতলের মুখ খুলে সেখানে ছিপির মতোই ঘুরিয়ে স্পাইকটি লাগানো যায়। এরপর সেটি গাছে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বোতলভর্তি পানি স্পাইকের সঙ্গে যুক্ত করে গাছের মাটিতে গেঁথে দিতে হবে। গাছের পাশে স্থাপন করার পর স্পাইকের সঙ্গে যুক্ত নলটি পানি পড়ার জন্য খুলে দিতে হবে। স্যালাইনের মতো মিনিটে কত ফোঁটা পানি চান, তার ওপর ভিত্তি করে নলটি সেট করতে হবে।

বোতলভর্তি পানি স্পাইকের সঙ্গে যুক্ত করে গাছের মাটিতে গেঁথে দিতে পারেন
ছবি: সাবিনা ইয়াসমিন

পানি পড়ার গতির ওপর নির্ভর করে একটি ১ লিটার পানির বোতল খালি হতে ২ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। গাছের গোড়ায় ফোঁটায় ফোঁটায় পানি দেওয়ার ব্যবস্থাকে বলে ড্রিপ ইরিগেশন সিস্টেম। বড় বড় নার্সারিতে পেয়ে যাবেন এই ইরিগেশন স্পাইক।

দড়ি দিয়ে পানি

ছুটিতে গাছে পানি দেওয়ার জন্য সলতের সাহায্য নেওয়া যেতে পারে। এর জন্য লাগবে বালতি ও পাটের দড়ি। টবের পাশে বালতিতে পানি রাখুন। পাটের দড়ি ভিজিয়ে এর এক প্রান্ত পানিতে ডুবিয়ে রাখুন। অন্য প্রান্তটি টবের মাটির তিন ইঞ্চি ভেতরে পুঁতে দিন।মাটি শুকিয়ে এলে দড়ির সাহায্যে বালতি থেকে পানি টবে চলে আসবে। তবে ঠিকমতো কাজ করছে কি না পরীক্ষা করে নিন। প্রয়োজনে বড় বালতি ব্যবহার করুন।

টবের পাশে বালতিতে পানি রাখুন। পাটের দড়ি ভিজিয়ে এর এক প্রান্ত পানিতে ডুবিয়ে রাখুন। অন্য প্রান্তটি টবের মাটির তিন ইঞ্চি ভেতরে পুঁতে দিন।
ছবি: সাবিনা ইয়াসমিন

বোতলের মাধ্যমে পানি

অনেকগুলো গাছে পানির ব্যবস্থা করতে বড় বোতল ব্যবহার করুন। প্লাস্টিকের বড় পানির বোতল নিয়ে মুখে কয়েকটি ফোঁটা করুন। এবার বোতলটি উল্টো করে মাটির এক থেকে দুই ইঞ্চি গভীরে পুঁতে দিন। তার আগে অবশ্যই মাটি ভিজিয়ে নিতে হবে। এই প্রক্রিয়ায় মাটি শুকালেই বোতল থেকে অল্প অল্প করে পানি মাটিতে প্রবেশ করবে।

খবরের কাগজ ব্যবহার করেও গাছে পানি দিতে পারেন
ছবি: সাবিনা ইয়াসমিন

খবরের কাগজের মাধ্যমে

যেদিন আপনি রওনা দিচ্ছেন, সেদিন খুব ভালো করে গাছগুলোতে পানি দিন। গাছগুলোকে একটা বড় প্লাস্টিক বোলে সাজিয়ে রাখুন। এরপর বেশি করে পুরোনো খবরের কাগজ মুঠো করে নিয়ে পানিতে ভেজান। ভেজা খবরের কাগজের দলা টবগুলোর আশপাশে সাজিয়ে রাখুন। এতে টব থেকে সহজে পানি হারাবে না। বেশ কিছুদিন গাছ তরতাজা থাকবে।

জেনে নিন

বাড়ির বাইরে থাকাকালীন গাছে পানি দেওয়ার জন্য ওপরের যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন। তারপর এই পদ্ধতিতে গাছের পানির চাহিদা মিটছে কি না, দেখে নিন। বাড়িতে থাকাকালীনই পদ্ধতিগুলো পরখ করে দেখে নিন, আপনার গাছের জন্য কোনটা সহায়ক।

যে পদ্ধতিই প্রয়োগ করুন না কেন, গাছকে প্রত্যক্ষ সূর্যালোকে রাখবেন না। তা হলে গাছের গোড়ার পানি গাছের কাজে লাগার আগেই বাষ্পীভূত হয়ে যাবে। তাই এমন কোনো জানালার ধারে টবগুলো রাখতে হবে, যেখান থেকে গাছ আলো পাবে কিন্তু রোদ পাবে না। এই পদ্ধতিতে চার থেকে সাত দিন পর্যন্ত গাছে পানি সরবরাহ করা যায়। গাছ তার নিজের পানি ধারণক্ষমতা বলে আরও তিন দিন হয়তো বাঁচতে পারে। কিন্তু তারও বেশি দিন যদি বাইরে থাকতে হয়, তাহলে গাছের দায়িত্ব কোনো প্রতিবেশী বা বন্ধুকে দিয়ে যাওয়াই ভালো।