ছবিতে ঘুরে আসুন হার্দিক পান্ডিয়ার বাড়ি থেকে

নবম শ্রেণির বেশি আর পড়াশোনা করা হয়নি। আর এখন তিনি অন্তত ১০ মিলিয়ন ডলার বা ৯২ কোটি টাকার মালিক। বই–খাতার চেয়ে ব্যাট–বলই বেশি টানত। ২২ গজের সেই দূরত্বেই গড়েছেন ইতিহাস। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার হয়ে স্বপ্ন ছুঁয়েছেন তিনি। ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। ২০২০ সালের ৩১ মে প্রেমিকা, সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন। ৩০ জুলাই জন্ম নেয় এই জুটির পুত্রসন্তান অগস্ত্যা। ছবিতে ঘুরে আসা যাক তাঁদের বাড়ির ভেতর থেকে।
১ / ১৩
ভারতের গুজরাটের বড়োদরায় (বরোদা) হার্দিকের ছয় হাজার বর্গফুটের একটি বিশাল বাড়ি আছে। এখানেই স্ত্রী, সন্তান নিয়ে হার্দিকের বসবাস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
হার্দিকের বাড়ির অন্দরসজ্জা করেছেন ভারতের জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার অনুরাধা আগরওয়াল, ছবিতে হার্দিকের স্ত্রী নাতাশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
বাড়িটি আধুনিক ধাঁচে তৈরি হলেও সাজানো হয়েছে ভিনটেজ আসবাব আর ঐতিহ্যবাহী সব জিনিসপত্রে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
হার্দিকের এই ম্যানসনে চারটি সুবিশাল বেডরুম আছে। আছে চারটি বাথরুম, তিনটি বারান্দা ও দুটি বসার ঘর। ছবিতে বেডরুমে ছেলের সঙ্গে হার্দিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
হার্দিকের বাড়িতে একটি সুন্দর বাগান আছে। তিনি ও তাঁর স্ত্রী নাতাশা প্রায়ই নিজেদের সুন্দর মুহূর্তের অনেক ছবি শেয়ার করেন। সেসব ছবিতেই তাঁদের বাগানের ঝলক দেখতে পাওয়া যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
বাড়ির সামনেও আছে সুন্দর জায়গা। বিভিন্ন আয়োজনে সেজে ওঠে সে উঠান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
পান্ডিয়া পরিবারের সদস্য এই দুই কুকুরছানা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
বসার ঘরটি দেখার মতো সুন্দর। রয়েছে তিন রঙের সোফার সেট। পান্ডিয়ার ক্রিকেট খেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি সাজানো আছে সেখানে। আছে ট্রফি আর স্মারক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
একেবারে হালকা রঙে সাজানো হয়েছে বাড়িটি। অল্প জিনিসেই সাজানো হয়েছে ঘর। যেগুলো না হলেই নয়, সেগুলো। আর পেইন্টিং ও কনটেম্পোরারি ডেকরের কিছু আইটেম ব্যবহার করা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
হার্দিক রান্নাঘরে তাঁর রান্নার একটি মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন। মডিউলার এই কিচেন আধুনিক ডিজাইনে বানানো হয়েছে। সব রকম ব্যবস্থাই আছে সেখানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
বাড়ির সামনে–পেছনে আছে সুন্দর বাগান। একটি অংশ রাখা হয়েছে মাঠের মতো করে। সেখানেই খেলে এই দম্পতির ছেলে অগস্ত্যা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
বাড়ির সামনে একটি সুন্দর পুলও আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
বাড়িতে সাদা, কালো, অ্যাশ আর নিউট্রাল রঙের আধিক্য। বাড়ির প্রায় প্রতিটি কোনায় ছবি আছে নাতাশার
ছবি: ইনস্টাগ্রাম থেকে