দেখে নিন শহীদ কাপুরদের বাড়ির অন্দর

কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান—বলিউডে হাই প্রোফাইল সব তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় থাকতেন। এরপর ২০১৫ সালের ৭ জুলাই হুট করেই বিয়ে করে ফেললেন বলিউডের ‘চকলেট বয়’ শহীদ কাপুর। পাত্রী নিজের চেয়ে ১৪ বছরের ছোট মীরা রাজপুত, তখন মীরা ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্রী। পরের বছরই জন্ম নেয় কন্যা মিশা। আর এর দুই বছর পর ২০১৮ সালে তাঁদের সংসারে যোগ দেয় এই দম্পতির ছোট পুত্র জৈন। ২০১৮ সালেই অ্যাপার্টমেন্ট কেনেন শহীদ কাপুর। তবে সেই বাড়ির এখনো সংস্কারকাজ চলছে। শেষ হলে চারজনের পরিবার চলে যাবে ভারতের মুম্বাইয়ের জুহুতে, নিজেদের নতুন অ্যাপার্টমেন্ট ‘ওয়ার্লি’তে। এখন তাঁরা আছেন জুহুর তারা রোডের ‘প্রানেটা অ্যাপার্টমেন্টে’। দেখে নেওয়া যাক এই বাড়ির অন্দর।
১ / ১২
২০১৮ সালে শহীদ কাপুর ৫৬ কোটি রুপি বা ৬৬ কোটি টাকা দিয়ে কেনেন ওয়ার্লি অ্যাপার্টমেন্ট। বাড়িটি ৪২৭.৯৮ বর্গমিটার জায়গাজুড়ে অবস্থিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
শহীদ কাপুরদের নতুন বাড়ির অন্দরসজ্জা করছেন ইন্টেরিয়র ডিজাইনার অঙ্কুর খোসলা। ছবিতে শহীদদের রান্নাঘর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
ডিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে শহীদ কাপুর নিজের বাড়ি সম্পর্কে বলেন, ‘আমি সেন্ট্রাল মুম্বাইয়ে নতুন বাড়ি নিয়েছি। বাড়িটির সব কাজ শেষ করতে কয়েক বছর লাগবে। সেই বাড়িতে একটা বাগান থাকবে। আমার আর মীরার জন্য জিমনেশিয়াম থাকবে। হোম থিয়েটার থাকবে। আর থাকবে আমার বাচ্চাদের শৈশব। সেখানে সমবয়সী অন্যদের সঙ্গে আমার বাচ্চারা খেলবে। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’ ছবিতে মেয়ের সঙ্গে শহীদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
মীরাদের বর্তমান বাড়িটিও একেবারে ছোট নয়। ভেতরে আছে বিলাসবহুল জীবনের সমস্ত উপকরণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
ঘরে আছে নানান পেইন্টিং
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
হ্যাপিনেস নামের এই পেইন্টিংটি শহীদ কাপুরের পেইন্টিংয়ের সংগ্রহে নতুন সংযোজন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
শহীদ কাপুর চেয়েছিলেন সাদা, কালো, অ্যাশ—এসব নিউট্রাল রং দিয়ে সাজাবেন অন্দর। অন্যদিকে ইংরেজি সাহিত্যের ছাত্রী মীরা রাজপুত আবার ‘কালারফুল’ ভালোবাসেন। তাই অন্দরে নিউট্রাল রঙের পাশাপাশি জায়গা করে নিয়েছে হলুদ, কমলা, কলাপাতা, সবুজ, নীল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
শহীদ কাপুর ও মীরা দুজনেই নিরামিশাষী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
ঘরে রং ঢেলেছেন মীরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
আপাতত ছাদটাকেই ব্যবহার করছেন জিমনেশিয়াম হিসেবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
ঘরের অন্দরে কাঠ ও পাথরের তৈরি ফার্নিচার আছে। সেগুলোতে কাঠ ও পাথরের ‘টেক্সচার’ যথাসম্ভব অক্ষুণ্ন রাখা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
নতুন বাড়ির মতো এই বাড়িটিও ডুপ্লেক্স
ছবি: ইনস্টাগ্রাম থেকে