ফেলনা জিনিস দিয়েই ঘর সাজাবেন যেভাবে

পুরোনো এমন অনেক জিনিসই আছে যেগুলো আমরা কাজে লাগে না বলে ফেলে দেই। এমন অনেক ফেলনা জিনিস দিয়েই কিন্তু ঘর সেজে উঠতে পারে নতুন সাজে। চলুন দেখে নিই ফেলনা জিনিস দিয়ে সাজানো এমনি কিছু ঘরের ছবি।

ফেলে দেওয়া ব্লক দিয়ে বসার ঘরের এই আসবাবগুলো তৈরি করেছেন ডিজাইনার লিপি খন্দকার।

তখন সবে ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছেন ডিজাইনার লিপি খন্দকার। যে প্রতিষ্ঠানে কাজ করতেন, দেখলেন সেখানে কাজে লাগবে না এমন ব্লকগুলো ফেলে দেওয়ার জন্য বস্তায় ভরা হচ্ছে। জানতে পারলেন, মানিকগঞ্জের একটি নদীতে ফেলে দেওয়া হবে এগুলো। অকেজো হলেও ব্লকের ওপরের কারুকাজ ছিল দেখার মতো। কী মনে করে যেন লিপি খন্দকার বললেন, এগুলো ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিন। তারা এই ব্লকগুলো লিপি খন্দকারকে দিয়ে দিলে তা দিয়েই তিনি বানিয়ে নিলেন বসার ঘরের সব আসবাব।

পুরোনো চেয়ার জোড়া দিয়ে নাসরীন হক বানিয়েছেন বসার ঘরের বেঞ্চ।
ছবি : সুমন ইউসুফ

ভাগনির বাসায় বেড়াতে গিয়েছিলেন নাসরীন হক। পেশায় তিনি একজন গৃহিণী। দেখলেন, ছাদে পুরোনো দিনের দুটি চেয়ার পড়ে আছে। খোঁজ নিয়ে জানতে পারলেন, সেগুলো তার ভাগনির দাদাশ্বশুরের। চেয়ার দুটির নকশা নাসরীন হককে বেশ টানল। যেহেতু ওরা ব্যবহার করছে না, তাই ভাগনির কাছ থেকে চেয়ে নিলেন চেয়ারগুলো। এরমধ্যে একটার পায়া ছিল ভাঙা , যে কারণে একসঙ্গে রাখা যাচ্ছিল না। তখন দুটি চেয়ার জোড়া লাগিয়ে সাদা রং করে নাসরীন হক বানিয়ে ফেললেন বসার ঘরের বেঞ্চ।